SIR in West Bengal

এসআইআর শুরুর দিনেই পথে মমতা-অভিষেক, মঙ্গলবার মিছিলে তৃণমূল, অম্বেডকরের সঙ্গে রবীন্দ্রনাথকে জুড়তে চায় শাসকদল

তৃণমূল সূত্রে খবর, মঙ্গলবার দুপুর দেড়টার সময়ে রেড রোডে বিআর অম্বেডকরের মূর্তির সামনে কলকাতা ও লাগোয়া জেলার নেতা-কর্মীদের জমায়েত করার নির্দেশ দেওয়া হয়েছে। দুপুর আড়াইটে নাগাদ শুরু হবে মিছিল। অম্বেডকর মূর্তির সামনে থেকে মিছিল শুরু হয়ে পৌঁছোবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৫ ১৪:৫৬
(বাঁ দিকে) অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় (ডান দিকে)।

(বাঁ দিকে) অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় (ডান দিকে)। — ফাইল চিত্র।

পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হবে আগামী মঙ্গলবার, ৪ নভেম্বর থেকে। ওই দিন থেকেই এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাবেন বিএলওরা। আর সে দিনই কলকাতায় মিছিল ডাকল তৃণমূল। যে মিছিলে হাঁটবেন দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisement

তৃণমূল সূত্রে খবর, মঙ্গলবার দুপুর দেড়টার সময়ে রেড রোডে বিআর অম্বেডকরের মূর্তির সামনে কলকাতা ও লাগোয়া জেলার নেতা-কর্মীদের জমায়েত করার নির্দেশ দেওয়া হয়েছে। দুপুর আড়াইটে নাগাদ শুরু হবে মিছিল। অম্বেডকর মূর্তির সামনে থেকে মিছিল শুরু হয়ে পৌঁছোবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত। মিছিল শুরু ও শেষের জায়গা থেকে স্পষ্ট, এসআইআর নিয়ে প্রতিবাদ মিছিলে সংববিধান প্রণেতা অম্বেডকর এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে জুড়তে চাইছে বঙ্গের শাসকদল।

অভিষেকের পরিকল্পনা ছিল, ২ নভেম্বর কলকাতায় কেন্দ্রীয় সমাবেশ করবেন। কিন্তু ওই দিন শহিদ মিনার ময়দানে পৃথক কর্মসূচি থাকায় তা করা যায়নি। নভেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে তা করার পরিকল্পনা করেছিল তৃণমূল। তবে এখনও তা চূড়ান্ত নয়। তবে এসআইআর শুরুর দিনটিকে হাতছাড়া করতে চাইছেন না তৃণমূল নেতৃত্ব। ওই দিনই পথে নামছেন দলের মমতা-অভিষেক।

মঙ্গলবারই আবার উত্ত্র ২৪ পরগনার আগরপাড়ায় এসআইআরের মাধ্যমে অনুপ্রবেশকারীদের হটানোর দাবি নিয়ে মিছিল করার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। যে আগরপাড়ায় ‘এনআরসি আতঙ্কে’ আত্মঘাতী প্রদীপ করের বাড়িতে গিয়েছিলেন অভিষেক। গত বৃহস্পতিবার সেখানে মিছিলও করেছে তৃণমূল। শুভেন্দু যে দিন উত্তর ২৪ পরগনায় মিছিল করবেন, সে দিন কলকাতার পথে মিছিলে হাঁটবেন মমতা এবং অভিষেক।

এসআইআর নিয়ে দলে বার্তা দিতে শুক্রবারই তৃণমূলের প্রায় ১৮ হাজার নেতার সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন অভিষেক। তাঁর নির্দেশ, বিএলও-কে সারা ক্ষণ নজরের মধ্যে রাখতে হবে। তিনি যখন যাঁর বাড়িতে যাবেন, তখন সঙ্গে থাকতে হবে দলের নিযুক্ত বুথ লেভেল এজেন্ট-২কে (বিএলএ-২)। সূত্রের খবর, অভিষেক বার্তা দিয়েছেন, এই কয়েক মাস সব ভুলে বিএলও-দের সঙ্গে থেকে কাজ করতে হবে বিএলএ-দের। যাতে কারও নাম ভোটার তালিকা থেকে বাদ না যায়। ১০০ শতাংশ ফর্ম যাতে পূরণ হয়, তা-ও নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি।

Advertisement
আরও পড়ুন