Elephants Death

হাতি-মৃত্যু: চর্চায় ট্রেনের সাড়ে ছ’ঘণ্টা দেরি

রেলের সূচি অনুযায়ী, ডাউন জনশতাব্দী এক্সপ্রেসের সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে ঝাড়গ্রামের বাঁশতলা স্টেশন পার হওয়ার করার ছিল। কিন্তু বৃহস্পতিবার রাত ১২টা ৫০ মিনিট নাগাদ বাঁশতলা পার করে ট্রেনটি। তখনই ঘটে দুর্ঘটনা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২০ জুলাই ২০২৫ ০৬:৫৫
রেললাইন পরিদর্শন করতে শনিবার বাঁশতলায় পৌঁছন বন দফতর এবং রেলের শীর্ষ আধিকারিকেরা।

রেললাইন পরিদর্শন করতে শনিবার বাঁশতলায় পৌঁছন বন দফতর এবং রেলের শীর্ষ আধিকারিকেরা। —নিজস্ব চিত্র।

বড়বিল-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসের ধাক্কায় দু’টি শাবক-সহ তিনটি হাতির মৃত্যুতে শোরগোল পড়েছে। জানা যাচ্ছে, বৃহস্পতিবার গভীর রাতে ওই ঘটনার সময়ে জনশতাব্দী সাড়ে ছ’ঘণ্টা দেরিতে চলছিল। ট্রেন সঠিক সময়ে চললে হয়তো দুর্ঘটনা এড়ানো যেত, মনে করছেন অনেকেই। এ নিয়ে সমাজমাধ্যমে রেলের বিরুদ্ধে সরবও হয়েছেন অনেকে। শুক্রবার রাতে রেলের বিরুদ্ধে জিআরপি থানায় মামলা রুজু করেছে বন দফতরও।

রেলের সূচি অনুযায়ী, ডাউন জনশতাব্দী এক্সপ্রেসের সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে ঝাড়গ্রামের বাঁশতলা স্টেশন পার হওয়ার করার ছিল। কিন্তু বৃহস্পতিবার রাত ১২টা ৫০ মিনিট নাগাদ বাঁশতলা পার করে ট্রেনটি। তখনই ঘটে দুর্ঘটনা। ময়না তদন্তের পরে চিকিৎসকেরা জানাচ্ছেন, আঘাতের ধরন দেখে মনে হচ্ছে ওই সময়ে ট্রেনের গতিও খুব বেশি ছিল। এই লাইনে ট্রেনের দেরি অবশ্য নতুন নয়। এ নিয়ে যাত্রীদের ক্ষোভও রয়েছে। দক্ষিণ-পূর্ব রেলের জনসংযোগ আধিকিারিক সোমা দাস বসু বলছেন, ‘‘ঘটনার দিন জনশতাব্দী দেরিতে ছিল। দক্ষিণ-পূর্ব রেলে রক্ষণাবেক্ষণের কাজের জন্য বেশিরভাগ ট্রেন দেরিতে চলছে। আমরা এটা ঠিক করার যথাসম্ভব চেষ্টা করছি।’’

শুক্রবার গভীর রাতে বন দফতরের মানিকপাড়া রেঞ্জের অফিসার সব্যসাচী হাজরা জিআরপি থানায় মামলা রুজু করেন। সর্ডিহার স্টেশন ম্যানেজার, ট্রেনের পাইলট, চিফ ডিভিশনাল ইনস্পেক্টর অব রেলের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইন-সহ একাধিক ধারায় মামলা হয়েছে। তবে এফআইআরে কোনও নাম নেই। ঝাড়গ্রামের ডিএফও উমর ইমাম বলেন, ‘‘তিন জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।’’ শনিবার বন দফতর ও রেলের তরফে বাঁশতলার ঘটনাস্থলে যৌথ পরিদর্শন হয়। ছিলেন মুখ্য বনপাল (বন্যপ্রাণ) সন্দীপ সুন্দ্রিয়াল, খড়গপুর ডিভিশনের এডিআরএম মনীষা গোয়াল প্রমুখ। খড়্গপুরের হিজলিতে রেল ও বন দফতরের আধিকারিকদের উচ্চ পর্যায়ে বৈঠকও হয় এ দিন।

আরও পড়ুন