জাঁকিয়ে শীতে উত্তরবঙ্গকেও টেক্কা দিচ্ছে দক্ষিণবঙ্গ। —ফাইল চিত্র।
ঠান্ডার লড়াইয়ে এত দিন দক্ষিণবঙ্গে ‘ফার্স্ট বয়’ হিসাবে উঠে আসছিল বীরভূমের শ্রীনিকেতন। ধারাবাহিক ভাবে সেখানে তাপমাত্রা ১০ ডিগ্রির কম থাকছে। দু’দিন আগে সাড়ে ৬ ডিগ্রিতেও নেমে গিয়েছিল শ্রীনিকেতনের পারদ। তবে সোমবার ছবিটা কিছুটা বদলাল। শ্রীনিকেতনকে আপাতত হারিয়ে দক্ষিণবঙ্গে শীতলতম হিসাবে উঠে এল নদিয়ার কল্যাণী। সোমবার সেখানে পারদ নেমেছে সাড়ে ৭ ডিগ্রিতে, সর্বনিম্ন তাপমাত্রার তালিকায় যা দার্জিলিঙের পরেই।
কলকাতায় রবিবার তাপমাত্রা অনেকটা বেড়ে ১৫ ডিগ্রিতে চলে গিয়েছিল। সোমে ফের পারদ নেমেছে। সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি কম। এ ছাড়া, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রাও ২৩.৯ ডিগ্রির উপরে ওঠেনি, স্বাভাবিকের চেয়ে যা ০.৯ ডিগ্রি কম।
রাজ্য জুড়ে জাঁকিয়ে শীতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই মুহূর্তে ঠান্ডার হাত থেকে রেহাই পাওয়ার সম্ভাবনা নেই। সংক্রান্তিতেও কনকনে ঠান্ডা অনুভূত হবে। পূর্বাভাস বলছে, আগামী দু’দিনে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে। তার পরের চার-পাঁচ দিনে তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না। অর্থাৎ, আপাতত পারদ থাকবে স্বাভাবিকের নীচেই। উত্তরবঙ্গে আগামী সাত দিনে রাতের তাপমাত্রায় খুব একটা হেরফের হচ্ছে না।
রাজ্য জুড়ে কুয়াশার সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। তার ফলে দৃশ্যমানতা কমতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত। উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কতা জারি রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার কারণে দৃশ্যমানতা নেমে যেতে পারে ৫০ মিটারেও।
সোমবার দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.৬ ডিগ্রি সেলসিয়াস, রাজ্যে যা শীতলতম। উত্তরবঙ্গের আর কোথাও তাপমাত্রা ৯ ডিগ্রির নীচে নামেনি। তবে কল্যাণীতে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৭.৫ ডিগ্রি সেলসিয়াসে। এ ছাড়া, শ্রীনিকেতনে ৮ ডিগ্রি সেলসিয়াস, ঝাড়গ্রামে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস, আসানসোলে ৯.২ ডিগ্রি সেলসিয়াস, বসিরহাটে ১০.৭ ডিগ্রি সেলসিয়াস, সিউড়িতে ১০ ডিগ্রি সেলসিয়াস, ব্যারাকপুরে ১০ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় ১১.৪ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ১০.৮ ডিগ্রি সেলসিয়াস, বহরমপুরে ১০ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ে ১০.৪ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ১০.১ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল পারদ।