Bangladeshi Arrest

গভীর রাতে ভারতে অনুপ্রবেশ! নদিয়ার রানাঘাটে ৩ বাংলাদেশি যুবককে পাকড়াও করল বিএসএফ

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, তাঁরা সকলেই বাংলাদেশের কুষ্টিয়ার বাসিন্দা। ধৃতদের নাম সহজুল ইসলাম, ইলিয়াস হোসেন এবং বিজয় হোসেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ ১৩:৫৭
BSF Arrest

—প্রতিনিধিত্বমূলক ছবি।

আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে তিন বাংলাদেশিকে গ্রেফতার করল দেশের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার গভীর রাতে নদিয়ার সীমান্ত সংলগ্ন মুরুটিয়া থানা এলাকায় এই ঘটনা ঘটেছে।

Advertisement

বিএসএফ সূত্রে খবর, ১১ নম্বর ব্যাটালিয়নের ‘ডি’ কোম্পানির কমান্ডার ইনস্পেক্টর পুনিত কুমার গোপন সূত্রে খবর পেয়ে বাহিনীকে সতর্ক করেন। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সতর্কদৃষ্টি রাখে বাহিনী। ঘটনাক্রমে মঙ্গলবার ভোর ৪টা নাগাদ জনা তিনেক ব্যক্তিকে সীমান্ত পেরিয়ে ভারতের দিকে আসতে দেখা যায়। জওয়ানেরা তাঁদের ধাওয়া করে আটক করেন। পরে গ্রেফতার করা হয়েছে তিন জনকে।

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, তাঁরা সকলেই বাংলাদেশের কুষ্টিয়ার বাসিন্দা। বিএসএফ জানিয়েছে, ধৃতদের নাম সহজুল ইসলাম, ইলিয়াস হোসেন এবং বিজয় হোসেন। সীমান্ত পেরিয়ে বিএসএফের তাড়া খেয়ে একটি কলাবাগানে গা ঢাকা দেওয়ার চেষ্টা করেছিলেন তাঁরা।

এ নিয়ে বিএসএফের এক আধিকারিক জানিয়েছেন, অনুপ্রবেশের ঘটনায় স্থানীয় কয়েক জন ব্যক্তি জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করছেন তাঁরা। কয়েক জনের নামও পাওয়া গিয়েছে। বিস্তারিত প্রমাণ জোগাড় করে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অন্য দিকে, বাংলাদেশ থেকে ভারতে বেআইনি ভাবে ঢোকার অভিযোগে ধৃত তিন যুবকের বিরুদ্ধে অনুপ্রবেশ-সহ বিদেশি নাগরিক আইনের বিভিন্ন ধারায় মুরুটিয়া থানায় মামলা রুজু হয়েছে।

Advertisement
আরও পড়ুন