থানার টেবিলে উদ্ধার তিনটি সোনার হার। —নিজস্ব চিত্র।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃষ্ণনগরের জনসভা থেকে ছিনতাই হয়েছিল তিন মহিলা তৃণমূল সমর্থকের সোনার হার। অভিযোগ দায়েরের ৭২ ঘণ্টার মধ্যে ছিনতাইয়ের কিনারা করল পুলিশ। গ্রেফতার করা হল মূল অভিযুক্তকে।
গত ১১ ডিসেম্বর কর্মী-সমর্থকদের উপচে পড়া ভিড় ছিল মমতার নদিয়ার জনসভায়। সেই ভিড়ে সমর্থক সেজে মিশে গিয়েছিল ছিনতাইকারীদের একটি দল। কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ মাঠে ভিড়ের সুযোগ নিয়ে মোট তিনটি সোনার হার চুরি করেছিল সেই দলটি। সভা শেষে এ নিয়ে তোলপাড় পড়ে যায়। ঘটনার তদন্তে নেমেছিল কোতোয়ালি থানার পুলিশ। রবিবার তারা এক মহিলাকে গ্রেফতার করে। তাঁর কাছ থেকে তিনটি সোনার হারই অক্ষত অবস্থায় পাওয়া গিয়েছে বলে খবর।
পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রূপালি দেবী। বাড়ি ঝাড়খণ্ডে। তিনি ভিন্রাজ্যের একটি ছিনতাইবাজ দলের সদস্য বলে জানা গিয়েছে। ওই চক্রের মাথাদের ধরার চেষ্টা চলছে।
উল্লেখ্য, মমতার জনসভা শেষে সোনার হার চুরি যাওয়ার অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হন তিন জন মহিলা। তিন জনই ভীমপুর থানার কুলগাছি এলাকার বাসিন্দা। তাঁদের নাম বিজলি বিশ্বাস, চন্দনা মণ্ডল এবং কণিকা পাল। মুখ্যমন্ত্রীর সভা থেকে ছিনতাইয়ের অভিযোগ নিয়ে তৎপর হয় পুলিশ-প্রশাসন। খোঁজ চলছিল অভিযুক্তদের। শেষমেশ রবিবার সকালে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ঝাড়খণ্ডের মহিলাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই ছিনতাইয়ের সঙ্গে কোনও চক্র জড়িত আছে কি না, খতিয়ে দেখছেন তদন্তকারীরা। হেফাজতে নেওয়া হচ্ছে অভিযুক্তকে।