BLA Death

এসআইআর শুনানি কেন্দ্রে ডাক, প্রবল মানসিক চাপের জেরে বিএলএর মৃত্যু মুর্শিদাবাদের

সূত্রের খবর, সমস্ত প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরেও শুনানিকেন্দ্রে ডাক পাওয়ার জেরে মানসিক চাপ থেকেই মৃত্যু হয়েছে তাঁর, বলে দাবি পরিবারের। বুধবার সকালে আচমকা অসুস্থ বোধ করেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ০৩:৩৪

— প্রতীকী চিত্র।

ভোটার তলিকার নিবিড় সংশোধন চলাকালীন মৃত্যু হল বিএলএর। মৃতের নাম জাহাঙ্গীর শেখ (৪২)। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের পাঁচথুপি গ্রাম পঞ্চায়েতে। সেখানকার বিএলএ ছিলেন তিনি।

Advertisement

সূত্রের খবর, সমস্ত প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরেও শুনানিকেন্দ্রে ডাক পাওয়ার জেরে মানসিক চাপ থেকেই মৃত্যু হয়েছে তাঁর, বলে দাবি পরিবারের। বুধবার সকালে আচমকা অসুস্থ বোধ করেন তিনি। পরবর্তী কালে অবস্থার আরও অবনতি হওয়ায় প্রথমে তাঁকে পাঁচথুপি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকেরা তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজে রেফার করেন। সেখানেই চিকিৎসাচলাকালীন মৃত্যু হয় তাঁর। চিকিৎসকেরা জানান প্রবল মানসিক চাপ থেকে সেরিব্রাল অ্যাটাক হয়ে মৃত্যু হয়েছে তাঁর।

Advertisement
আরও পড়ুন