Theft At ISKCON

মায়াপুরের ইস্কন থেকে দু’টি প্রণামী বাক্স চুরি! টাকা নিয়ে খুচরো পয়সা শৌচাগারে ফেলল চোর

অভিযোগ, দুটো প্রণামী বাক্স খুলে নিয়ে মন্দির সংলগ্ন মহিলাদের শৌচাগারে গিয়েছিল চোর। সেখানেই বাক্স ভেঙে সমস্ত টাকা নিয়ে পালায় সে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৫ ১৯:০৪
ISCKON Temple

মায়াপুরের ইস্কন মন্দির। —ফাইল চিত্র।

নদিয়ার মায়াপুরে ইস্কন মন্দিরে চুরির ঘটনায় শোরগোল। মন্দির কর্তৃপক্ষের সূত্রের, শনিবার গভীর রাতে কীর্তন চলছিল। তার মধ্যেই মন্দির চত্বরে থাকা চন্দ্রোদয় এবং রাধামাধব মন্দিরের দু’টি প্রণামী বাক্স চুরি করে নিয়ে যায় চোর। খবর পেয়ে রবিবার তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।

Advertisement

মন্দিরের কয়েক জনের দাবি, শনিবার রাত দেড়টা নাগাদ এক জনকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখেন তাঁরা। সম্ভবত তিনিই চুরি করেছেন। অভিযোগ, দু’টি প্রণামী বাক্স খুলে নিয়ে মন্দির সংলগ্ন মহিলাদের শৌচাগারে গিয়েছিল চোর। সেখানেই বাক্স ভেঙে সমস্ত টাকা নিয়ে পালায় সে। তবে কিছু খুচরো পয়সা শৌচাগারে ফেলে রেখে গিয়েছে সে।

ইতিমধ্যে পুলিশের হাতে সিসিটিভি ফুটেজ গিয়েছে। তার ভিত্তিতে অভিযুক্তের খোঁজ চলছে। সিসিটিভি দেখার পরে তদন্তকারীরা জানাচ্ছেন, চুরির কাজটি একটি নাবালক করেছে। তার সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে।

যদিও ইস্কনের তরফে এই ঘটনায় কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। নবদ্বীপ থানার পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে একটি মামলা দায়ের করেছে। ইস্কনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, ‘‘শনিবার গভীর রাতে কীর্তন শেষ হওয়ার পর এই ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ তদন্ত শুরু করেছে। আশা করি, অভিযুক্ত দ্রুত ধরা পড়বে।’’ আর কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) উত্তম ঘোষ জানান, মন্দির থেকে দুটি প্রণামী বাক্স চুরি হয়েছে। তাতে পুলিশের স্বতঃপ্রণোদিত ভাবে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। অভিযুক্তের খোঁজ চলছে।s

Advertisement
আরও পড়ুন