Malda Death Case

লক্ষাধিক টাকা নিয়ে জিনিস কিনতে বেরিয়ে নিখোঁজ, একদিন পর যুবকের দেহ উদ্ধার মালদহের রাস্তায়! শোরগোল

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম আনারুল হক। ৩০ বছর বয়সি যুবকের বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার মোহনপুর এলাকায়। পরিবারের দাবি, বৃহস্পতিবার থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। শুক্রবার বাড়ি থেকে প্রায় ২ কিলোমিটার দূরে চাঁচল থানার জিতারপুরে তাঁর দেহ উদ্ধার হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬ ১৫:০১
Malda Death Case

—প্রতিনিধিত্বমূলক ছবি।

বছর ত্রিশের এক যুবকের রহস্যমৃত্যু মালদহের চাঁচলে। খুনের অভিযোগ করল পরিবার। এই ঘটনায় শোরগোল এলাকায়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম আনারুল হক। ৩০ বছর বয়সি যুবকের বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার মোহনপুর এলাকায়। পরিবারের দাবি, বৃহস্পতিবার থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। শুক্রবার বাড়ি থেকে প্রায় ২ কিলোমিটার দূরে চাঁচল থানার জিতারপুরে তাঁর দেহ উদ্ধার হয়। এখন আনারুলের বাড়ির লোকজনের দাবি, খুন করা হয়েছে তাঁকে। তবে কে বা কারা এবং কেন খুন করেছেন, তা জানেন না তাঁরা। সেটা পুলিশের তদন্তে পরিষ্কার হয়ে যাবে বলে দাবি করেছে মৃতের পরিবার। পারে নি পরিবার।

আনারুল পেশায় নির্মাণকর্মী। গত বৃহস্পতিবার সকালে লক্ষাধিক টাকা নিয়ে বাড়ি তৈরির সামগ্রী কেনার জন্য বেরিয়েছিলেন। তার পরে আর বাড়ি ফেরেননি। শুক্রবার তাঁর দেহ মেলে। শরীরে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে বলে পরিবারের দাবি। খবর পেয়ে ঘটনাস্থলে যান চাঁচল থানার আইসি অভিজিৎ দত্ত। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়। ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

Advertisement
আরও পড়ুন