Malda

৪ হাজার টাকার জন্য গেল প্রাণ! আবার মালদহের ইংরেজ বাজারে পিটিয়ে খুনের ঘটনা, তদন্তে পুলিশ

রক্তাক্ত অবস্থায় দু’জনকে উদ্ধার করেন স্থানীয়েরা। তাঁদের নিয়ে যাওয়া হয় মালদহ মেডিক্যাল কলেজে। সোমবার সকালে আমিরের মৃত্যু হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ১৫:৫৫

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

আবার খুন মালদহে। মাত্র চার হাজার টাকার জন্য এক টোটোচালককে পিটিয়ে খুনের অভিযোগ মালদহের ইংরেজবাজার থানার বাগবাড়ি এলাকায়। দাদাকে মারধর করা হচ্ছে দেখে তাঁকে বাঁচাতে গিয়ে মার খেলেন ভাই-ও। সোমবার এই ঘটনায় উত্তেজনা এলাকায়।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম আমির শেখ। বয়স ৩৫ বছর। পেশায় টোটোচালক। মৃতের পরিবারের অভিযোগ, ইংরেজবাজারের ৫২ বিঘা এলাকার বাসিন্দা বোনা সেখের কাছে ৪০০০ টাকা পেতেন আমির। অনেক দিন ধরে সেই টাকা ফেরত পাচ্ছিলেন না। রবিবার টাকা চাইতে যেতেই তাঁকে বোনা-সহ বেশ কয়েক জন মাটিতে ফেলে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। দাদাকে রক্ষা করতে গিয়ে আহত হন আমিরের ভাই সুরোজ শেখও।

রক্তাক্ত অবস্থায় দু’জনকে উদ্ধার করেন স্থানীয়েরা। তাঁদের নিয়ে যাওয়া হয় মালদহ মেডিক্যাল কলেজে। সোমবার সকালে আমিরের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ইংরেজ বাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখনও কারও গ্রেফতারির খবর মেলেনি।

Advertisement
আরও পড়ুন