Matua Maha Sangha

২০ লক্ষ মতুয়া ভোটার উত্তরে, দাবি মহাসঙ্ঘের

উত্তরবঙ্গের জেলাগুলি থেকে ২০ হাজারের মতো মতুয়া ভোটার সিএএ-তে আবেদন জানিয়েছেন বলে সঙ্ঘের দাবি।

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ০৮:৩৮
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

উত্তরবঙ্গে ২০ লক্ষেরও বেশি মতুয়া ভোটার রয়েছেন বলে দাবি করেছে মতুয়া মহাসঙ্ঘ। সঙ্ঘের তরফে জানানো হয়েছে, বেশিরভাগ ভোটারের ২০০২ সালের ভোটার তালিকাতেও নাম রয়েছে। তাঁদের বেশিরভাগ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) গণনাপত্র পূরণ করে জমাও দিয়েছেন। তবে নাগরিক না হলে ভোট দিতে পারবেন না বলে নির্বাচন কমিশন জানানোয় ভোটার তালিকা থেকে তাঁদের প্রচুর নাম বাদ যেতে পারে বলে মতুয়াদের একাংশে আশঙ্কা ছড়িয়েছে।

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তথা মতুয়া মহাসঙ্ঘের উত্তরবঙ্গের পর্যবেক্ষক বাবুলাল বালা বলেন, ‘‘মতুয়াদের অনেকে সিএএ-তে নাগরিকত্ব চেয়ে আবেদন করছেন। তাঁরা সবাই নাগরিকত্ব পাবেন।’’ তাঁর সংযোজন, ‘‘এত দিন মতুয়াদের ভোটের যন্ত্র করে রাখা হয়েছিল। স্থায়ী ভাবে সমস্যা মেটায়নি কেউ। এ বার সিএএ-র মাধ্যমে সেই সমাধান হবে।’’ নির্বাচন কমিশন জানিয়েছে, নাগরিক না হলে কেউ ভোট দিতে পারবেন না। সেই প্রসঙ্গে বাবুলাল বলেন, ‘‘যাতে সকলে ভোট দিতে পারেন, আমরা সবরকম ভাবেই প্রস্তুতি নিচ্ছি।’’

উত্তরবঙ্গের জেলাগুলি থেকে ২০ হাজারের মতো মতুয়া ভোটার সিএএ-তে আবেদন জানিয়েছেন বলে সঙ্ঘের দাবি। তাঁদের অনেকে এসআইআর গণনাপত্রও জমা দিয়েছেন। শিলিগুড়ির কাওয়াখালির বাসিন্দা তথা মতুয়া মহাসঙ্ঘের উত্তরবঙ্গের প্রাক্তন সভাপতি মণি বিশ্বাসের কথায়, ‘‘বেশির ভাগ মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম রয়েছে ২০০২ সালের তালিকায়। কিছু মানুষ সিএএ-র জন্য আবেদন করেছেন।’’

কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় কয়েক লক্ষ মতুয়া মানুষের বাস। উত্তর দিনাজপুরে তিন লক্ষের মতো এবং দক্ষিণ দিনাজপুরে আড়াই লক্ষ মতুয়া সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। শিলিগুড়িতেও লক্ষাধিক রয়েছেন। মালদহ, আলিপুরদুয়ারেও তাঁদের বসবাস রয়েছে। নমঃশূদ্র মতুয়া মহাসঙ্ঘের কোচবিহার জেলা আহ্বায়ক মানিক দাস বলেন, ‘‘আমাদের প্ৰত্যেকেই এসআইআর গণনাপত্র পূরণ করেছেন। অনেকে সিএএ-তে আবেদন করেছেন। সিএএ-র কাগজ দিয়ে যাতে এসআইআর-এ নাম নথিভুক্ত করা যায়, সে আবেদন আমরা করছি। কারণ অনেকের নাম ২০০২ সালের ভোটার তালিকায় নেই।’’

আরও পড়ুন