Gangarampur Murder Case

জুয়া খেলার জন্য বধূর গয়না বিক্রি, সর্বস্বান্ত হয়ে স্ত্রীকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে!

মৃতার বাপের বাড়ির আরও দাবি, খুনের বিষয়টি ধামাচাপা দিতে রেহানাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে বধূকে মৃত বলে ঘোষণার পরেও মৃত্যুসংবাদ দেননি রেহানার স্বামী।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৫ ১৮:৩৩
Gangarampur Murder Case

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

জুয়া খেলে সর্বস্বান্ত হয়ে স্ত্রীকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে সাহায্যের অভিযোগ। বুধবার ওই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানায়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম রেহেনা বিবি (৩১)। সকালে তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে শুরু হয়েছে তদন্ত।

গঙ্গারামপুর থানার রতিনাথপুর গ্রামের বাসিন্দা নুর আলমের সঙ্গে রেহানার বিয়ে হয়েছিল প্রায় ১২ বছর আগে। বধূর বাপের বাড়ি তপন থানায়। তাদের অভিযোগ, বিয়ের পর থেকেই রেহেনাকে মানসিক এবং শারিরীক নির্যাতন করতেন স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকজন। জুয়া খেলায় আসক্ত নুর। এ নিয়ে বেশ কয়েক বার সালিশি সভা পর্যন্ত হয়েছে। কিন্তু সমস্যা মেটেনি।

অভিযোগ, দু’দিন আগে জুয়া খেলার জন্য স্ত্রীর স্বর্ণালঙ্কার বিক্রি করে দেন নুর। জুয়া খেলে প্রায় সর্বস্বান্ত হয়ে যান তিনি। ওই নিয়ে পারিবারিক অশান্তি হয়েছিল। মঙ্গলবার সন্ধ্যায় বিবাদ চরমে পৌঁছোয়। রেহানার এক আত্মীয়ের দাবি, ‘‘গলা টিপে ওকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়। বোঝানোর চেষ্টা হয়, আত্মহত্যা করেছে রেহানা। স্বামীর সঙ্গে রেহানাকে খুনে সাহায্য করেছে ওর শ্বশুরবাড়ির লোকজন। আমরা পুলিশকে জানিয়েছে সে কথা।’’

মৃতার বাপের বাড়ির আরও দাবি, খুনের বিষয়টি ধামাচাপা দিতে রেহানাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে বধূকে মৃত বলে ঘোষণার পরেও মৃত্যুসংবাদ দেননি রেহানার স্বামী। তবে রাতে রেহানাদের এক প্রতিবেশীর সূত্রে খবর পেয়ে তারা গঙ্গারামপুরে ছুটে যায়। অভিযোগ করা হয় পুলিশের কাছে।

বুধবার বিচারের দাবিতে থানা চত্বরে বিক্ষোভ দেখান মৃতার বাপের বাড়ির লোকজন। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। তবে এখনও কারও আটক বা গ্রেফতারির খবর মেলেনি।

Advertisement
আরও পড়ুন