Titagarh Blast Incident

সাতসকালে টিটাগড়ের বহুতলে বিস্ফোরণ, উড়ে গেল ছাদের একাংশ, জখম কয়েক জন

২০০৫ সালে বেঙ্গালুরুতে ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসে হামলা এবং ২০০৬ সালে নাগপুরে আরএসএস-এর সদর দফতরে হামলায় মূলচক্রী হিসাবে লশকরের অন্যতম শীর্ষনেতা রাজ়াউল্লাহর নাম উঠে আসে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ মে ২০২৫ ১১:৪৩
বিস্ফোরণের অভিঘাতে উড়ে গিয়েছে আবাসনের একাংশ।

বিস্ফোরণের অভিঘাতে উড়ে গিয়েছে আবাসনের একাংশ। —নিজস্ব চিত্র।

টিটাগড়ের একটি বহুতলে বিস্ফোরণ। সোমবার সকালের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বিস্ফোরণের অভিঘাতে আবাসনের উপরের তলার ছাদের একাংশ উড়়ে যায়। ভেঙে যায় পাশের একটি টালির ঘরের চাল। জখম হন কয়েক জন বাসিন্দাও। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। কী কারণে এই বিস্ফোরণ, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

টিটাগড় বাজারের পাশে জনবহুল এলাকায় রয়েছে ওই আবাসনটি। সোমবার সকাল সাড়ে ৬টা নাগাদ হঠাৎ ওই ফ্ল্যাটের পাঁচ তলা থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। আবাসনের যে ফ্ল্যাট থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়, সেটি টিটাগড়ের ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আরমান মণ্ডলের বলে স্থানীয় সূত্রের খবর। আবাসনের প্রোমোটারের দাবি, ফ্ল্যাটটি জবরদখল করে রেখেছিলেন কাউন্সিলর। যদিও এই অভিযোগ মানেননি আরমান। তাঁর দাবি, তাঁকে ফাঁসানো হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, ওই ফ্ল্যাটের ভিতর কোনও দাহ্যবস্তু বা বিস্ফোরক মজুত করা থাকতে পারে। প্রয়োজনে ফরেন্সিক বিশেষজ্ঞদের এনেও নমুনা সংগ্রহ করানোর পরিকল্পনা করা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন