Sabala Mela

টাকা নেই, হবে না জেলার সবলা মেলা

দফতরের এক আধিকারিকের কথায়, ‘‘অর্থ দফতর টাকা দিতে পারবে না আমাদের জানিয়েছে। মেলার জন্য পশ্চিমবঙ্গ স্ব-রোজগার নিগমকে দায়িত্ব নিতে বলা হয়েছে।’’

মেহবুব কাদের চৌধুরী
শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ০৬:৪৪

—প্রতীকী চিত্র।

চলতি বছরে প্রতি জেলায় ‘সবলা মেলা’ হচ্ছে না। স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দফতর সূত্রে খবর, প্রতি বছর রাজ্যের ২৩টি জেলায় সবলা মেলা হয়ে থাকে। রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা এই মেলায় অংশগ্রহণ করেন। এই মেলার জন্য ফি বছর অর্থ দফতর জেলাপ্রতি বারো লক্ষ টাকা করে অর্থ বরাদ্দ করত। সূত্রের খবর, সম্প্রতি নবান্ন থেকে অর্থ দফতর স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দফতরকে জানিয়েছে, তারা এবার টাকা দিতে পারবে না। তবে নিউটাউনে সবলা মেলা এবারও হবে।

দফতরের এক আধিকারিকের কথায়, ‘‘অর্থ দফতর টাকা দিতে পারবে না আমাদের জানিয়েছে। মেলার জন্য পশ্চিমবঙ্গ স্ব-রোজগার নিগমকে দায়িত্ব নিতে বলা হয়েছে।’’ দফতর সূত্রে খবর, ২৩টি জেলায় সবলা মেলার খরচের ভার নিগমের নেই। তাই জেলাভিত্তিক সবলা মেলা এবার হচ্ছে না বলেই ধরে নিচ্ছেন আধিকারিকরা।

স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দফতরের মন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, ‘‘জেলায় জেলায় সবলা মেলার জন্য ফাইল এখনও আসেনি। কেন্দ্র রাজ্যকে বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। রাজ্য নিজের ভাঁড়ার থেকে যাবতীয়উন্নয়নের কাজ করছে। একটা আর্থিক সমস্যা তো রয়েছেই। আমাদের মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর স্বার্থে লড়ে যাচ্ছেন। কেন্দ্রের বঞ্চনার জন্য আমাদের ভুগতে হচ্ছে।’’

দফতর সূত্রে খবর, জেলায় জেলায় সবলা মেলা ডিসেম্বরেই শুরু হয়ে যায়। এক আধিকারিকের কথায়, ‘‘জেলার সবলা মেলার জন্য ফাইলপত্রের কাজ ইতিমধ্যেই শেষ হওয়ার কথা। মেলা ডিসেম্বরেই শুরু হয়ে যায়। কিন্তু এবার এখনও পর্যন্ত এ বিষয়ে আমরা অন্ধকারে।’’ জেলাভিত্তিক সবলা মেলা না হলেও কেবল রাজ্যভিত্তিক মেলা জানুয়ারি মাসে নিউটাউনে অনুষ্ঠিত হবে। ওই মেলার জন্য নবান্ন ২ কোটি ৮০ লক্ষ টাকা অনুমোদন করেছে। প্রসঙ্গত সারা রাজ্যের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের অধীনে দশ লক্ষের বেশি স্বনির্ভর গোষ্ঠী দফতর থেকে সুবিধা পেয়ে থাকেন। তাঁদের তৈরি বিভিন্ন জিনিসের যথাযথ বিপণনের জন্য সরকারি তরফে জেলায় জেলায় ফি বছর সবলা মেলার আয়োজন করা হয়ে থাকে। এবার জেলার মেলা না হওয়ার জন্য হতাশ রাজ্যের বিভিন্ন প্রান্তের স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। উত্তর চব্বিশ পরগণার দেগঙ্গার এক স্বনির্ভর গোষ্ঠীর সদস্যের কথায়, ‘‘জেলার মেলায় আমাদের তৈরি অনেক সামগ্রী বিক্রি হয়। আমরা জেলার মেলার জন্য মুখিয়ে থাকি। এবার হবে না জেনে হতাশ লাগছে।’’ নদিয়ার করিমপুরের এক স্বনির্ভর গোষ্ঠীর সদস্য বলছেন, ‘‘দফতরের আর্থিক সুবিধায় আমরা হাতেকলমে কাপড়ের জিনিস তৈরি করি। এই সমস্ত সামগ্রী বিক্রিতে সবলা মেলা খুব কার্যকরী। কিন্তু এবার হবে না শুনে খারাপ লাগছে।’’

বিজেপির বিধানসভার মুখ্য সচেতক শঙ্কর ঘোষের কটাক্ষ, ‘‘এই সরকার মেলা-উৎসব করেই দেউলিয়া হয়ে গিয়েছে। বিদায়কালেটনক নড়েছে।’’

আরও পড়ুন