Saugata Roy Health Update

কথা কিছুটা স্বাভাবিক, কেটেছে তন্দ্রাচ্ছন্নতাও, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন সৌগত রায়, এখন কেমন আছেন?

৭৭ বছরের সাংসদ ভারনিক এনসেফালোপ‌্যাথিতে আক্রান্ত। তাঁর শরীরে তন্দ্রাচ্ছন্নতা-সহ একাধিক সমস্যা ছিল। ভাল করে কথা বলতে পারছিলেন না। ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৫ ২০:২১
দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়।

দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। —ফাইল চিত্র।

ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ, বর্ষীয়ান তৃণমূল নেতা সৌগত রায়। গুরুতর অসুস্থ অবস্থায় গত ২২ জুন তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর শরীরে তন্দ্রাচ্ছন্নতা-সহ একাধিক সমস্যা রয়েছে। ভাল করে কথা বলতে পারছিলেন না সৌগত। কথা জড়িয়ে যাচ্ছিল। উঠে দাঁড়াতে গেলে পড়ে যাচ্ছিলেন তিনি। পিঠের নীচের দিকে ব্যথাও ছিল। বৃহস্পতিবার হাসপাতালের তরফে জানানো হয়েছে, সৌগতের শারীরিক অবস্থা আগের চেয়ে বেশ খানিকটা উন্নত হয়েছে। আপাতত কথা কিছুটা স্বাভাবিক হয়েছে। কেটেছে তন্দ্রাচ্ছন্নতাও। তবে এখনও তিনি যথেষ্ট দুর্বল। সর্বক্ষণ তাঁর দিকে নজর রেখেছেন চিকিৎসকেরা। তাঁর শারীরিক উন্নতির লক্ষণগুলি সন্তোষজনক বলে মনে করা হচ্ছে। চিকিৎসকেরা জানিয়েছেন, যে ওষুধ সৌগতকে দেওয়া হয়েছে, তা কাজ করছে। তাই তাঁর শরীর চিকিৎসায় সাড়া দিচ্ছে।

Advertisement

দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে যাওয়ার আগে অসুস্থ হয়ে পড়েছিলেন সৌগত। পেসমেকার বসে। এর পর তাঁকে আর বাড়িতে রাখার ঝুঁকি নেয়নি পরিবার। প্রথমে ভর্তি করানো হয়েছিল বেলঘরিয়ার একটি হাসপাতালে। পরে সেখান থেকে দক্ষিণ কলকাতার হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হয়। আপাতত সেখানেই তিনি চিকিৎসাধীন। তাঁর চিকিৎসার জন্য একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। ধরা পড়েছে স্নায়ুর রোগ। চিকিৎসক অরিন্দম মৈত্র, মনোজ মাহাতো এবং রাহুল জৈন নিয়মিত তাঁকে দেখছেন।

বুধবার হাসপাতাল থেকে যে মেডিক্যাল বুলেটিন দেওয়া হয়েছিল, তাতে বলা হয়েছিল, সৌগতের তন্দ্রাচ্ছন্নতা রয়েছে। কথা এখনও জড়িয়ে যাচ্ছে। রাইল্‌স টিউবের সাহায্যে তাঁকে খাওয়ানো হচ্ছে। চলছে ফিজ়িওথেরাপি। ৭৭ বছরের সাংসদ ভারনিক এনসেফালোপ‌্যাথিতে আক্রান্ত। তিনি অনিদ্রা, স্নায়ুর পীড়া এবং অবসাদের জন্য একাধিক ওষুধ খাচ্ছিলেন। সেগুলি আপাতত বন্ধ রাখা হয়েছে। কিডনির সমস্যার ঝুঁকি এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দমদমের সাংসদের শারীরিক পরিস্থিতির উন্নতি হল।

Advertisement
আরও পড়ুন