Matribhumi Local in Sealdah Division

‘মাতৃভূমি’ লোকালের কোন কোন কামরায় উঠতে পারবেন পুরুষেরা? জানাল শিয়ালদহ ডিভিশন

রেলের তরফে জানানো হয়, শিয়ালদহ ডিভিশনের ‘মাতৃভূমি লোকাল’গুলির যাত্রীসংখ্যা নিবিড় ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। দেখা গিয়েছে, ওই ট্রেনগুলির কামরা পূর্ণ হয় না। সেই কথা মাথায় রেখেই সিদ্ধান্ত।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ১৭:২৮
Sealdah divison to allow male passengers in three coaches of Matribhumi local, said by Eastern Rail

শিয়ালদহ ডিভিশনে ‘মাতৃভূমি’ লোকল। —ফাইল চিত্র।

শিয়ালদহ ডিভিশনের ‘মাতৃভূমি’ লোকালের কিছু কামরা যে সাধারণের জন্য (জেনারেল কোচ) করা হবে, তা আগেই ঘোষণা করেছিল পূর্ব রেল। ওই সব কামরায় উঠতে পারবেন পুরুষেরাও! এ বার রেলের তরফে জানিয়ে দেওয়া হল, কোন কোন কামরায় পুরুষেরা ওঠার ‘অধিকার’ পাবেন।

Advertisement

শিয়ালদহ ডিভিশনের তিন শাখায়— মেন, উত্তর এবং দক্ষিণে মোট ছয় জোড়া ‘মাতৃভূমি’ লোকাল চলে প্রতি দিন। তার মধ্যে মেন শাখায় কৃষ্ণনগর এবং রানাঘাট রুটে দু’জোড়া, উত্তর শাখায় বনগাঁ এবং বারাসত রুটে দুই জোড়া এবং দক্ষিণ শাখায় ক্যানিং এবং বারুইপুর রুটে দুই জোড়া ‘মাতৃভূমি’ লোকাল চলাচল করে। বর্তমানে সব লোকাল ট্রেনকেই নয়ের পরিবর্তে ১২ কামরা করা হয়েছে। এই নতুন ব্যবস্থাপনায় ‘মাতৃভূমি’ লোকালের ক্ষেত্রে তিনটি কামরা সাধারণের জন্য করা হয়েছে। অর্থাৎ, ওই কামরাগুলিতে মহিলাদের পাশাপাশি পুরুষেরাও উঠতে পারবেন।

‘মাতৃভূমি’ লোকালের কোন কোন কামরা সাধারণদের জন্য করা হয়েছে, তা-ও জানিয়েছে রেল। বিজ্ঞপ্তি অনুসারে, শিয়ালদহের দিকের চার, পাঁচ এবং ছয় নম্বর কামরায় উঠতে পারবেন পুরুষেরাও। অর্থাৎ, যে ট্রেন শিয়ালদহ থেকে ছাড়ছে তার পিছন দিকের চার, পাঁচ এবং ছয় নম্বর কামরা সাধারণদের জন্য করা হয়েছে।

কেন এই সিদ্ধান্ত? রেলের তরফে জানানো হয়, শিয়ালদহ ডিভিশনের ‘মাতৃভূমি লোকাল’গুলির যাত্রীসংখ্যা নিবিড় ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। দেখা গিয়েছে, ওই ট্রেনগুলির কামরা পূর্ণ হয় না। ওই ট্রেনগুলি ৭৫ শতাংশ যাত্রী নিয়ে যাতায়াত করে। বাকি ২৫ শতাংশ প্রায়ই ফাঁকাই পড়ে থাকে। তবে ব্যস্ত সময়ে অন্যান্য ট্রেনে ভিড় তুলনামূলক অনেক বেশিই থাকে। অনেকে ভিড়ের কারণে উঠতেই পারেন না ট্রেনে, এমন ঘটনাও ঘটে প্রতি দিন। সেই সব কথা মাথায় রেখেই ‘মাতৃভূমি’ লোকালের তিনটি কামরা সাধারণের জন্য করার কথা জানাল রেল।

উল্লেখ্য, দিন কয়েক আগেই পূর্ব রেলের তরফে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। জানানো হয়, শিয়ালদহ ডিভিশনের লোকাল ট্রেনে মহিলা কামরার সংখ্যাবৃদ্ধির কথা। আগে একটি ট্রেনের দুই প্রান্তে একটি করে মহিলা কামরা ছিল। তবে নতুন নিয়মে সেই সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। দুই প্রান্তের ভেন্ডারের সঙ্গে থাকা ‘জেনারেল কামরা’কে মহিলা কামরা করার সিদ্ধান্ত নিয়েছে রেল। ফলে এখন শিয়ালদহ ডিভিশনের প্রতিটি লোকালেই মহিলাদের জন্য বাড়তি কামরা থাকছে। রেলের মতে, মহিলারা যাতে আরও স্বচ্ছন্দে যাতায়াত করতে পারেন, তাই লোকালে মহিলা কামরা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়।

Advertisement
আরও পড়ুন