—প্রতীকী চিত্র।
বিকাশ ভবনের সামনে আন্দোলনকারী যোগ্য শিক্ষকদের উপরে পুলিশের মারধরের অভিযোগকে সামনে রেখে ইতিমধ্যেই সুর চড়িয়েছে বিরোধীরা। এই প্রেক্ষিতে যোগ্য শিক্ষকদের স্কুলে ফেরানো-সহ বেশ কিছু দাবিকে সামনে রেখে আগামী ১৬ জুন কলেজ স্ট্রিটে ছাত্র সমাবেশের ডাক দিল এসএফআই। পড়াশোনা, নিরাপত্তা, মতপ্রকাশের অধিকার এবং রাজ্যের সবাইকে বিনামূল্যে ইন্টারনেট দেওয়ার চার দফা দাবিকে সামনে রেখে এই সমাবেশ।
সিপিএমের ছাত্র সংগঠনটির রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে’র বক্তব্য, “অসভ্য প্রশাসন। শিক্ষকদের রাস্তায় ফেলে পেটানোর ছবি আগে কখনও দেখা যায়নি। সরকার অমানবিক হলে, তার ফলও ভুগতে হবে। স্কুলছুট ছাত্র এবং যোগ্য শিক্ষকদের স্কুলে ফেরানোর ব্যবস্থা করতে হবে।” এর সঙ্গেই বৃত্তি বাড়ানো, কম খরচে পড়াশোনা, স্কুলে-কলেজে প্রতিদিন সংবিধানের প্রস্তাবনা পাঠের নির্দেশিকা দেওয়ার জন্যও রাজ্যের কাছে আবেদন জানিয়েছে এসএফআই। পাশাপাশি, শিক্ষাক্ষেত্রে বেসরকারিকরণের বিরোধিতা করে ছাত্র সংসদ এবং স্কুল পরিচালন সমিতির নির্বাচন দ্রুত করার দাবি জানিয়েছে তারা। দেশের সাম্প্রতিক অবস্থার প্রেক্ষিতে প্রকৃত সংহতির পাঠ রাজ্যের বিভিন্ন ক্ষেত্রের পাঠ্যক্রমে নিয়ে আসার বিষয়েও জোর দিয়েছে বাম ছাত্র সংগঠনটি।