Holiday Cancellation

রাজ‍্য জুড়ে শীতে ছুটি নেই পুলিশের, চর্চা

বছরের মধ‍্যে এই সময়টাই সাধারণত পুলিশমহলে অনেকে ছুটি নিয়ে থাকেন। কিন্তু নির্দেশিকায় জানানো হয়েছে, সামনে একাধিক বার আইনশৃঙ্খলা সঙ্কটের পরিস্থিতি তৈরি হতে পারে। সেই জন‍্যই সব ছুটি বাতিল ঘোষণা করা হল।

শুভাশিস ঘটক
শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ০৮:২৪

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

ভরা শীতে ছুটির আমেজ থেকে বঞ্চিত হবেন রাজ‍্য পুলিশের উপর থেকে নিচুতলার আধিকারিক, কর্মীরা। ১৮ ডিসেম্বর এডিজি, আইনশৃঙ্খলা জাভেদ শামিম একটি নির্দেশিকা জারি করেছেন বলে রাজ‍্য পুলিশ সূত্রে খবর। বলা হয়েছে, ২৪ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারি পর্যন্ত পুলিশকর্তা ও নিচুতলার কর্মীদের ছুটি বাতিল হল।

এমনকি আগে থেকে যাঁরা ছুটি নিয়েছেন বা এখন ছুটিতে রয়েছেন, তাঁদেরও ২৪ ডিসেম্বরের মধ্যে কাজে যোগ দিতে বলা হয়েছে। রাজ্য পুলিশের সব থানা, পুলিশ জেলার পাশাপাশি কলকাতা পুলিশের ক্ষেত্রেও একই নির্দেশিকা থাকছে। বছরের মধ‍্যে এই সময়টাই সাধারণত পুলিশমহলে অনেকে ছুটি নিয়ে থাকেন। কিন্তু নির্দেশিকায় জানানো হয়েছে, সামনে একাধিক বার আইনশৃঙ্খলা সঙ্কটের পরিস্থিতি তৈরি হতে পারে। সেই জন‍্যই সব ছুটি বাতিল ঘোষণা করা হল।

পুলিশকর্মীদের কথায়, ওই সময়ের মধ্যে শুধু দক্ষিণ ২৪ পরগনায় গঙ্গাসাগর মেলার আয়োজনের কথা। গঙ্গাসাগর মেলার পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতি বছর ৫-২০ জানুয়ারি নির্দিষ্ট কয়েকটি জেলার পুলিশের ছুটি বাতিল করা হয়। কিন্তু এ বছর ২৪ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারি পর্যন্ত দীর্ঘ সময় ছুটি বাতিল করার নির্দেশ নিয়ে পুলিশমহলে রীতিমতো চর্চা চলছে। ঘটনাচক্রে বাংলাদেশ উপদূতাবাসের দফতরের সামনে মঙ্গলবারই অশান্তি বাধে কলকাতায়। পশ্চিমবঙ্গে ভোটের কয়েক মাস বাকি থাকলেও ভোটার তালিকার এসআইআর পর্ব চলতে চলতেও বিক্ষিপ্ত রাজনৈতিক উত্তেজনা দানা বাঁধছে।

অনেকের ধারণা, ১৩ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে ঘিরে বিভ্রাটের পরে রাজ্য পুলিশের শীর্ষকর্তারা কিছুটা অস্বস্তিতে রয়েছেন। পরবর্তী পরিস্থিতিতে কোনও রকমের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যাতে খামতি না থাকে, সেই জন‍্যও সব ছুটি বাতিল করা হতে পারে। তা ছাড়া গঙ্গাসাগর মেলার পাশাপাশি কলকাতা শহর ও রাজ্যের নানা প্রান্তে বড়দিন ও বর্ষবরণের উৎসব রয়েছে। সব মিলিয়েই ঝুঁকি নিতে চান না পুলিশের শীর্ষকর্তারা। তবে ছুটি বাতিলের সুস্পষ্ট কারণ নিয়ে তাঁরা কেউই মুখ খুলতে চাননি। রাজ্য পুলিশের এক শীর্ষকর্তার কথায়, “সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে অতিরিক্ত সতর্কতা বজায় রাখতেই ছুটি বাতিলের সিদ্ধান্ত।”

আরও পড়ুন