বিজেপির দফতরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাহুল সিংহ (বাঁ দিকে) ও লকেট চট্টোাপাধ্যায়। বিধাননগরে। — ফাইল চিত্র।
আসন্ন বিধানসভা ভোটের আগে ‘উন্নয়ন’ প্রশ্নে আবার তরজা শুরু হল বিজেপি-তৃণমূল কংগ্রেসে। কোচবিহারের প্রশাসনিক সভা থেকে সোমবার উত্তরবঙ্গ উন্নয়নে বিভিন্ন প্রকল্পের কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সূত্রেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ‘শিলান্যাসের রাজনীতি’ করার অভিযোগ তুলে জনতাকে প্রশ্ন করার পরামর্শ দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল অবশ্য পাল্টা ‘কেন্দ্রীয় বঞ্চনা’র অভিযোগেই শাণ দিয়েছে।
বিধাননগরে এ দিন দলীয় কার্যালয় থেকে শুভেন্দুর বক্তব্য, “প্রচার করে শিলান্যাসের কর্মসূচি। মুখ্যমন্ত্রী বলেছিলেন, দু’কোটি চাকরি দিয়েছেন। রাজ্যের মানুষকে বলব, ওঁর সভাগুলোয় গিয়ে তালিকা দেখতে চাইবেন।” কেন্দ্র টাকা দিলেও রাজ্য কাজ করেনি, এমন অভিযোগ বার বার করে থাকেন বিজেপি নেতৃত্ব। এই সূত্রেই শুভেন্দুর জনতার উদ্দেশে আবেদন, “(মমতাকে) প্রশ্ন করবেন, নরেন্দ্র মোদীর সরকার ৩০ হাজার কোটি টাকায় ৪০ লক্ষ বাড়ি দিলেও কেন বাড়ি পাননি। ৭২ লক্ষ শৌচালয় দিলেও, কেন শৌচালয় পাননি, প্রশ্ন করবেন। নলবাহিত জলের জন্য কেন্দ্র ৮ হাজার কোটি টাকা দিলেও, কেন আপনাদের বাড়িতে তা আসেনি, সেই প্রশ্ন করবেন।” শুভেন্দুর দাবি, কাজ হোক, না-হোক ‘দৃশ্যমান প্রচার’ চালানোর জন্য রাজ্য প্রশাসন নির্দেশ দিয়েছে। শুভেন্দু, প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিংহ, দলের নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে এ দিন বিজেপিতে যোগ দিয়েছেন দুই অধ্যাপক অজয়কুমার দাস, সঞ্জীব হাঁসদা এবং প্রাক্তন পুলিশকর্তা বঙ্কিম বিশ্বাস। প্রসঙ্গত, অজয় গত লোকসভা ভোটে মথুরাপুরে আইএসএফ-এর প্রার্থী ছিলেন।