Arrest

ওটিপি-কাণ্ডে চার্জশিট পেশ

চার্জশিটে গোয়েন্দাদের দাবি, ওই ধর্মীয় সংগঠনের প্রচারের সূত্রেই সমাজমাধ্যমে পাক গোয়েন্দাদের সঙ্গে আলাপ হয়েছিল মুকেশ এবং রাকেশের। পাক গুপ্তচরেরা নিজেদের একই ধর্মের হয়ে কাজ করা একটি স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি বলে দাবি করেছিলেন।

শিবাজী দে সরকার
শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ০৬:৪০

—প্রতীকী চিত্র।

পাকিস্তানের গোয়েন্দাদের ওয়টস্যাপের ‘ওটিপি’ পাঠানোর অভিযোগে ধৃত মুকেশ রজক এবং রাকেশকুমার গুপ্তের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে রাজ্য পুলিশের এসটিএফ। মঙ্গলবার বারাসত আদালতে জমা দেওয়া ওই চার্জশিটে মুকেশ এবং রাকেশকে ইউএপিএ-র পাশাপাশি টেলিগ্রাফ আইন এবং তথ্যপ্রযুক্তি আইনের একাধিক ধারায় অভিযুক্ত করা হয়েছে। কলকাতা এবং বর্ধমানের মেমারির বাসিন্দা ওই দুই অভিযুক্তকে গ্রেফতারের পাঁচ মাসের মাথায় চার্জশিট জমা দিল এসটিএফ। দু’জনকেই জুলাই মাসে বর্ধমানের মেমারি থেকে গ্রেফতার করা হয়েছিল। তাঁরা একটি ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন বলেও গোয়েন্দাদের দাবি।

চার্জশিটে গোয়েন্দাদের দাবি, ওই ধর্মীয় সংগঠনের প্রচারের সূত্রেই সমাজমাধ্যমে পাক গোয়েন্দাদের সঙ্গে আলাপ হয়েছিল মুকেশ এবং রাকেশের। পাক গুপ্তচরেরা নিজেদের একই ধর্মের হয়ে কাজ করা একটি স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি বলে দাবি করেছিলেন। ধর্ম প্রচারের মাধ্যমে মানবসেবার ‘টোপ’ দিয়েই মুকেশ এবং রাকেশকে পাক গুপ্তচরেরা নিজেদের দলে টেনেছিলেন। সেই সূত্রেই দুঃস্থদের সেবামূলক কাজে ওয়টস্যাপ ব্যবহারের জন্য এ দেশের একটি ফোন নম্বর প্রয়োজন বলে জানিয়েছিলেন পাক গোয়েন্দারা।

গোয়েন্দাদের দাবি, চলতি বছরের গোড়ায় মুকেশ এবং রাকেশ মেমারির একটি দোকান থেকে একটি মোবাইল সংস্থার সিম কেনেন। সেই সিম নম্বর পাক গুপ্তচরদের পাঠান। ওই সিম দিয়ে পাক গোয়েন্দারা ভারতীয় ওয়টস্যাপ নম্বর ‘অ্যাক্টিভেট’ করতে চেয়েছিলেন। সিম কার্ড যে হেতু মুকেশ এবং রাকেশের কাছে ছিল, তাই ‘অ্যাক্টিভেশন ওটিপি’ তাঁদের কাছেই এসেছিল। সেই ওটিপি তাঁরা পাকিস্তানের গোয়েন্দাদের পাঠান। সেই ওয়টস্যাপ নম্বর দিয়েই পাক গোয়েন্দারা এ দেশের বিভিন্ন গ্রুপে যুক্ত হওয়ার চেষ্টা করেছিলেন। সেই সূত্রেই গোয়েন্দারা খবর পান যে এ দেশের কিছু সমাজমাধ্যমের গ্রুপে থাকা ওয়টস্যাপ নম্বর পাকিস্তান থেকে চালানো হচ্ছে। তদন্তে নেমে মেমারি থেকে কেনা ওই সিমের হদিস পান গোয়েন্দারা। সেই সূত্র ধরে এগোতেই মুকেশ ও রাকেশের এই কীর্তি সামনে এসেছিল, দাবি গোয়েন্দাদের।

আরও পড়ুন