West Bengal Weather Update

ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি! পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, কমবে তাপমাত্রাও

শুক্রবার কলকাতা-সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক দিনে তাপমাত্রাও বেশ খানিকটা কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ মে ২০২৫ ১০:১৭
Temperature may fall a bit during the next few days

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ঝড়বৃষ্টির সম্ভাবনা। —ফাইল চিত্র।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে গাঙ্গেয় বঙ্গে তাপমাত্রাও বেশ খানিকটা কমবে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার রাতে কলকাতা এবং শহরতলির কোথাও কোথাও হালকা বৃষ্টি হয়েছে। শুক্রবারও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই আবহাওয়া থাকতে পারে সোমবার পর্যন্ত।

Advertisement

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বাকি জেলাগুলিতে হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। একই পূর্বাভাস রয়েছে শনিবার এবং রবিবারের জন্যেও। সোমবার ঝড়বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু’দিনে তাপমাত্রার বড় কোনও হেরফেরের সম্ভাবনা নেই। তার পরের তিন দিনে তাপমাত্রা কমতে পারে দুই থেকে তিন ডিগ্রি।

উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে আগামী চার দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গে আগামী তিন দিনে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি বেশি। বৃহস্পতিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।

Advertisement
আরও পড়ুন