Sougata Roy

আবার অসুস্থ তৃণমূল সাংসদ সৌগত রায়, ভর্তি বেলঘরিয়ার হাসপাতালে, বসানো হল পেসমেকার

বুধবার অক্ষয়তৃতীয়ার দিন আড়িয়াদহে একটি মন্দির উদ্বোধন করতে যাওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন সৌগত। তড়িঘড়ি তাঁকে বেলঘরিয়ার একটি বেসরকারি হাসপাতাল ভর্তি করানো হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০১ মে ২০২৫ ০১:৪৩
দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়।

দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। —ফাইল চিত্র।

ফের অসুস্থ হয়ে পড়লেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। বুধবার বেলঘরিয়ার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, সৌগতের বুকে বসানো হয়েছে পেসমেকার। ৭৭ বছরের সৌগতের কী কী শারীরিক সমস্যা রয়েছে, সে সব পরীক্ষা করে দেখেছেন চিকিৎসকেরা।

Advertisement

বুধবার অক্ষয়তৃতীয়ার দিন আড়িয়াদহে একটি মন্দির উদ্বোধন করতে যাওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন সৌগত। তড়িঘড়ি তাঁকে বেলঘরিয়ার একটি বেসরকারি হাসপাতাল ভর্তি করানো হয়। সৌগতকে দেখতে হাসপাতালে আসেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং বরাহনগরের তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ‍্যোপাধ্যায়। সায়ন্তিকা বলেন, “উনি একদম ঠিক আছেন। সংক্রমণের ভয় আছে। ওঁকে আলাদা রাখতে হবে।”

এর আগে, চলতি বছরের ১০ মার্চ লোকসভা অধিবেশন শেষে সংসদ থেকে বেরোনোর সময়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত। সেই সময় প্রচণ্ড ঘাম হয় তাঁর। সংসদের কর্মীরা তাঁকে হুইল চেয়ারে বসিয়ে অধিবেশন কক্ষ থেকে বার করে নিয়ে যান। পরে তৃণমূলের সতীর্থ সাংসদেরাই সৌগতকে নিয়ে যান রামমনোহর লোহিয়া হাসপাতালে। সেখানকার চিকিৎসকেরা তাঁকে দেখেছিলেন। হাসপাতালে ইসিজি করা হয়েছিল তাঁর। তবে হাসপাতালে তাঁকে ভর্তি করার প্রয়োজন পড়েনি।

Advertisement
আরও পড়ুন