News Of The Day

আলিপুরদুয়ারে অভিষেক। বিজয় হজারে ট্রফি। এসআইআর শুনানি। আবহাওয়া। আর কী কী নজরে

আলিপুরদুয়ারে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিজয় হজারে ট্রফিতে আজ পঞ্চম রাউন্ডের ম্যাচ, ভোটার শুনানিতে জেলায় জেলায় অব্যবস্থার অভিযোগ, ভারত এবং দক্ষিণ আফ্রিকার ছোটদের এক দিনের সিরিজ়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৬ ০৭:৫৩

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থেকে জেলা সফর শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার তাঁর কর্মসূচি উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ারের সভাস্থলেও বারুইপুরের মতো র‌্যাম্পের বন্দোবস্ত থাকছে। সে র‌্যাম্পে হেঁটে চা-বাগানের শ্রমিকদের সঙ্গে কথা বলবেন অভিষেক। উত্তরবঙ্গের এই জেলাতে বিজেপির শক্তি রয়েছে। আজকের কর্মসূচি থেকে অভিষেক কী বলেন, সে খবরে নজর থাকবে।

বিজয় হজারে ট্রফিতে আজ পঞ্চম রাউন্ডের ম্যাচ। এলিট এবং প্লেট গ্রুপ মিলিয়ে মোট ১৯টি খেলা। গত ম্যাচের মতো আজও খেলার কথা ঋষভ পন্থ, যশস্বী জয়সওয়ালের। এলিট গ্রুপের ১৬টি ও প্লেট গ্রুপের তিনটি ম্যাচ শুরু সকাল ৯টা থেকে। এর মধ্যে রয়েছে বাংলার খেলাও। মহম্মদ শামিদের খেলতে হবে অসমের বিরুদ্ধে। কয়েকটি খেলা সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

ভোটার শুনানিতে জেলায় জেলায় অব্যবস্থার অভিযোগ উঠছে। শুক্রবারও এসআইআরের ‘আতঙ্কে’ মৃত্যুর অভিযোগ প্রকাশ্যে এসেছে। শুধু তা-ই নয়, শুনানিতে হয়রানির অভিযোগও তুলেছেন অনেকে। অসুস্থ অবস্থায়, এমনকি অ্যাম্বুল্যান্সে করেও শুনানির জন্য যেতে দেখা যায়। এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করলে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন। শুনানি রাজ্যে শুনানি ঘিরে কী পরিস্থিতি থাকে, সে দিকে নজর থাকবে আজ।

আজ শুরু হচ্ছে ভারত এবং দক্ষিণ আফ্রিকার ছোটদের এক দিনের সিরিজ়। এই সিরিজ়ে ভারতকে নেতৃত্ব দেবে ১৪ বছরের বৈভব সূর্যবংশী। জাতীয় দলের হয়ে এই প্রথম অধিনায়কত্ব করতে দেখা যাবে তাকে। ছোটদের এক দিনের বিশ্বকাপ শুরু হওয়ার আগে এই সিরিজ়ে প্রস্তুতি সেরে নিতে পারবে ভারত। দক্ষিণ আফ্রিকার বেনোনিতে খেলা শুরু ভারতীয় সময় দুপুর ১:৩০ থেকে।

শুক্রবার এক ধাক্কায় প্রায় দু’ডিগ্রি তাপমাত্রা বেড়েছে কলকাতায়। আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে। সেই অনুযায়ী, শুক্রবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা হয়েছিল ১৩.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি কম। হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু’দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়বে। তার পরের তিন দিন তাপমাত্রায় তেমন কোনও হেরফের হবে না। এর পরে আবার ধীরে ধীরে তাপমাত্রা কমবে। দক্ষিণবঙ্গের সর্বত্র আবহাওয়া আপাতত শুকনোই থাকবে। সেই সঙ্গে রয়েছে কুয়াশার সতর্কতা। সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত। তবে উত্তরবঙ্গে ঠান্ডার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিঙে হতে পারে তুষারপাত। এ ছাড়া, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। উত্তরের জেলাগুলিতে আগামী দু’দিন রাতের তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তন হবে না।

Advertisement
আরও পড়ুন