News Of The Day

বিধানসভায় মমতা। রাজ্য মন্ত্রিসভার বৈঠক। বৈঠকে জিএসটি কাউন্সিল। ধনধান্যে মুখ্যমন্ত্রী। আর কী কী

বাংলা ভাষার অপমান এবং বাঙালিদের হেনস্থার বিরুদ্ধে মঙ্গলবারের পরে আজ আবার আলোচনা হবে পশ্চিমবঙ্গ বিধানসভায়। আজই বিধানসভার অধিবেশনের শেষ দিন। আজ অধিবেশনে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৫৪

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

বাংলা ভাষার অপমান এবং বাঙালিদের হেনস্থার বিরুদ্ধে মঙ্গলবারের পরে আজ আবার আলোচনা হবে পশ্চিমবঙ্গ বিধানসভায়। আজই বিধানসভার অধিবেশনের শেষ দিন। আজ অধিবেশনে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত মঙ্গলবার বিধানসভা থেকে নিলম্বিত হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই বিধানসভায় এলেও তিনি অধিবেশনে যোগ দিতে পারবেন না। অধিবেশনে আজ প্রথমার্ধে প্রশ্নোত্তর পর্ব রয়েছে। দ্বিতীয়ার্ধে রয়েছে বাংলা এবং বাঙালি প্রসঙ্গে আলোচনা। সেখানে মুখ্যমন্ত্রী আজ কী বার্তা দেন, সে দিকে নজর থাকবে।

আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠক রয়েছে। বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরেই বসবে বৈঠক। আজ বিধানসভার অধিবেশনে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। তার পরে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। ওই বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়, সে দিকে নজর থাকবে। প্রশাসনিক কাজকর্মের বিষয়ে মন্ত্রীদের তিনি কোনও নির্দেশ দেন কি না, কোনও সরকারি সিদ্ধান্ত গৃহীত হয় কি না, নজর থাকবে সে দিকেও। বিধানসভায় বিধায়কদের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আজ। সেখানেও যেতে পারেন মমতা।

শিক্ষক দিবসের প্রাক্কালে আজ সকালে কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শিক্ষারত্ন সম্মান দেওয়া হবে রাজ্য সরকারের তরফে। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেরা বিদ্যালয়গুলিকেও সম্মাননা দেওয়া হবে। পাশাপাশি, সংবর্ধনা দেওয়া হবে ২০২৫ সালের কৃতী ছাত্রছাত্রীদেরও।

আজ জিএসটি কাউন্সিলের বৈঠকের দ্বিতীয় দিন। বুধবারের বৈঠকের পরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ পণ্য ও পরিষেবা কর কাঠামোয় বেশ কিছু সংস্কারের কথা ঘোষণা করেছেন। এ বার থেকে ৫ শতাংশ এবং ১৮ শতাংশ— শুধু এই দু’টি হারই কার্যকর থাকবে। আগামী ২২ সেপ্টেম্বর থেকে নয়া কর কাঠামো কার্যকর হবে বলে ঘোষণা করেছেন তিনি। আজ এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

ইউএস ওপেনে আজ পুরুষ ও মহিলাদের একটি করে কোয়ার্টার ফাইনাল। পুরুষদের শীর্ষ বাছাই ইয়ানিক সিনার খেলবেন দশম বাছাই লরেঞ্জো মুসেত্তির সঙ্গে। মহিলাদের ম্যাচে মুখোমুখি ২৩ নম্বর বাছাই নেয়োমি ওসাকা ও ১১ নম্বর বাছাই ক্যারোলিনা মুচোভা। দু’টি ম্যাচই ভারতীয় সময় ভোরে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

এশিয়া কাপ হকিতে আজ ভারতের বিপক্ষে মালয়েশিয়া। সুপার ফোর পর্বে হরমনপ্রীত সিংহের ভারতের এটি দ্বিতীয় ম্যাচ। গ্রুপ পর্বের সব ম্যাচ জিতে সুপার ফোরে উঠেছে ভারত। এই পর্বে প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলা হয়ে গিয়েছে। আজ খেলা সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলছে। কলকাতাও তার ব্যতিক্রম নয়। বৃষ্টির সঙ্গে মাঝেমাঝে ঝোড়ো হাওয়া বইছে। বঙ্গোপসাগরে নতুন করে যে নিম্নচাপ অঞ্চলটি তৈরি হয়েছে, তার প্রভাবেই এই দুর্যোগ। নিম্নচাপ অঞ্চল ঘনীভূত হয়ে সুস্পষ্ট আকার নিয়েছে। ফলে বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে আজ।

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে কাল আর্জেন্টিনার ম্যাচ। লিয়োনেল মেসির দল আগেই ২০২৬ সালের বিশ্বকাপের টিকিট পেয়ে গিয়েছে। তাদের কাছে ভেনেজুয়েলার বিরুদ্ধে এই ম্যাচ নিয়মরক্ষার। তবু এই ম্যাচের তাৎপর্য অন্য জায়গায়। দেশের মাটিতে আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির হয়তো শেষ ম্যাচ এটি। কারণ, বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে আর্জেন্টিনার ঘরের মাঠে আর ম্যাচ নেই। বিশ্বকাপের আগে কোনও প্রীতি ম্যাচ আর্জেন্টিনায় হবে কি না, তার কোনও নিশ্চয়তা নেই। সেই কারণে এই ম্যাচে মেসির গোটা পরিবার মাঠে থাকবেন। খেলা কাল, শুক্রবার ভোর ৫টা থেকে। কাল রয়েছে ব্রাজিলের খেলাও। তাদের বিপক্ষে চিলে। এই ম্যাচ ভোর ৬টা থেকে।

কাফা নেশনস কাপে গ্রুপের শেষ ম্যাচ খেলতে নামছে ভারত। আনোয়ার আলিদের সামনে আফগানিস্তান। এই ম্যাচ জিততে না পারলে ভারত ফাইনালে উঠতে পারবে না। জিতলেও বড় ব্যবধানে জিততে হবে। শুধু তা-ই নয়, এই মুহূর্তে গ্রুপ শীর্ষে থাকা ইরান ড্র করলেই ভারতের ফাইনালে ওঠার আশা শেষ। সেক্ষেত্রে তৃতীয়-চতুর্থ স্থানের ম্যাচে খেলতে হবে ভারতকে। আজ ভারতের ম্যাচ বিকেল ৫:৩০ থেকে। ইরান বনাম তাজিকিস্তান ম্যাচ রাত ৯টা থেকে।

Advertisement
আরও পড়ুন