গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
উত্তরে এবং দক্ষিণে বিজেপির জোড়া কর্মী সম্মেলনে যোগ দিতে আজ পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজই কলকাতায় পৌঁছোচ্ছেন তিনি। তবে কর্মসূচি আগামিকাল। সকালে দক্ষিণবঙ্গের ব্যারাকপুর। বিকেলে উত্তরবঙ্গের শিলিগুড়ি। দুই কর্মসূচি সেরে শনিবারই দিল্লি ফিরে যাবেন শাহ।
অস্ট্রেলিয়ান ওপেনে আজ দু’টি সেমিফাইনাল ম্যাচ। প্রথম ম্যাচে খেলবেন শীর্ষ বাছাই কার্লোস আলকারাজ়। তাঁর সামনে তৃতীয় বাছাই আলেকজান্ডার জ়েরেভ। খেলা সকাল ৯টা থেকে। দ্বিতীয় সেমিফাইনাল দুপুরে। লড়াই চতুর্থ বাছাই নোভাক জোকোভিচ ও দ্বিতীয় বাছাই জানিক সিনারের। এই ম্যাচ দুপুর ২টো থেকে। দু’টি ম্যাচই দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।
আনন্দপুরের অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬। যদিও সংবাদসংস্থা পিটিআই ২১ জনের মৃত্যু নিশ্চিত করেছে। পুলিশের খাতায় এখনও নিখোঁজ ২৮ জন। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া দেহাংশগুলি শনাক্ত করতে ডিএনএ ম্যাপিং শুরু করা হচ্ছে। এলাকায় কঠোর নজরদারি রয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে না-ও খেলতে পারে পাকিস্তান। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ায় প্রতিবাদী পাকিস্তান। সে দেশের ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি জানিয়েছেন, এ ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়ার পকিস্তান সরকার নেবে। আজ অথবা আগামী সোমবার সিদ্ধান্ত জানানোর কথা পাকিস্তানের।
কাল ভারত বনাম নিউ জ়িল্যান্ড পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ। প্রথম তিনটি ম্যাচ জিতে সিরিজ় জিতে নেওয়ার পর বুধবার চতুর্থ ম্যাচে হেরেছে ভারত। ৫০ রানে হারতে হয়েছে সূর্যকুমার যাদবের দলকে। শিবম দুবে ১৫ বলে অর্ধশতরান করার পরেও ভারত জিততে পারেনি। তবে চিন্তিত নন সূর্য। বলেছেন, বিশ্বকাপের আগে তাঁরা নিজেরাই নিজেদের চ্যালেঞ্জের সামনে ফেলতে চেয়েছিলেন। কালও নানা পরীক্ষা-নিরীক্ষা চলবে। থাকছে ভারতীয় দলের সব খবর।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে দক্ষিণের সাত জেলায়। একই চিত্র দেখা যাবে উত্তরবঙ্গেও। শুধু তা-ই নয়, দার্জিলিঙে তুষারপাত কিংবা হালকা বৃষ্টি হতে পারে! হালকা বৃষ্টি হতে পারে কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও।
মেয়েদের আইপিএলে আজ মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাত জায়ান্টসের লড়াই। পর পর তিনটি ম্যাচ হারার পর শেষ দু’টি ম্যাচে জিতে পরের রাউন্ডে যাওয়ার লড়াইয়ে ফিরে এসেছে গুজরাত। অন্য দিকে মুম্বইও হারের হ্যাটট্রিকের পর শেষ ম্যাচে জিতেছে। আজ খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।