Second Hoogly Bridge

রবিবার আবার ১৬ ঘণ্টার জন্য যান চলাচল বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতুতে! রইল বিকল্প রাস্তার হদিস

কলকাতা পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রবিবার সেতুর নিয়মিত রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজ করা হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ২১:১৮
আগামী রবিবার বিদ্যাসাগর সেতুতে নির্দিষ্ট সময় বন্ধ থাকবে যান চলাচল।

আগামী রবিবার বিদ্যাসাগর সেতুতে নির্দিষ্ট সময় বন্ধ থাকবে যান চলাচল। — ফাইল চিত্র।

আগামী রবিবার আবার দ্বিতীয় হুগলি সেতু (বিদ্যাসাগর সেতু)-তে প্রায় ১৬ ঘণ্টা বন্ধ থাকবে যান চলাচল। এ কথা জানিয়েছে কলকাতা পুলিশ। তাদের বিজ্ঞপ্তি অনুসারে রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বিদ্যাসাগর সেতুতে বন্ধ থাকবে দ্বিমুখী যান চলাচল। তার পরে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে সেতু।

Advertisement

কলকাতা পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রবিবার সেতুর নিয়মিত রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজ করা হবে। সেতুর সাসপেনশন কেবল এবং প্রয়োজনীয় সংস্কারের কাজ এই সময়ে সম্পন্ন হবে ওই সময়ে।

বিদ্যাসাগর সেতুর বদলে রবিবার রাতে যানবাহন কোন বিকল্প পথে চলবে, তা-ও জানানো হয়েছে।

জ়িরাট আইল্যান্ড থেকে এজেসি বোস রোড দিয়ে যে সমস্ত গা়ড়ি আসবে, সেগুলিকে টার্ফ ভিউ দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। যাতে সেগুলি সেন্ট জর্জেস রোড, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া সেতুর পথ ধরতে পারে।

জেএন আইল্যান্ডের দিক থেকে কেপি রোড হয়ে যে সমস্ত গা়ড়ি আসবে, সেগুলিকে ১১ ফারলং গেট দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।

সিজিআর রোড দিয়ে খিদিরপুরের দিক থেকে আসা গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে হেস্টিংস ক্রসিং দিয়ে বাঁ দিকে।

কেপি রোডের সমস্ত গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে ওয়াই পয়েন্ট দিয়ে ১১ ফার্লং গেটের দিকে। সেখান থেকে রেড রোড ধরে হাওড়া ব্রিজে যাওয়া যাবে।

দ্বিতীয় হুগলি সেতু হুগলি রিভার ব্রিজেস কমিশনার্স (এইচআরবিসি)-এর অধীনে রক্ষণাবেক্ষণ হয়। পশ্চিমবঙ্গ সরকারের এই স্বশাসিত সংস্থা ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়, মূলত হুগলি নদীর উপর সেতু নির্মাণ ও তার রক্ষণাবেক্ষণের উদ্দেশ্যে। বর্তমানে এইচআরবিসি সেতুটির রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের দায়িত্ব পালন করছে।

Advertisement
আরও পড়ুন