vice chancellor

মুখ্যমন্ত্রীর পছন্দের ১৭ উপাচার্যের নামে আপত্তি রাজ্যপালের, সুপ্রিম কোর্ট দায়িত্ব দিল নতুন কমিটিকে

সুপ্রিম কোর্টের নির্দেশে ৩৬টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের জন্য গঠিত সার্চ কমিটির তিন জনের নামের প্যানেল প্রথমে গিয়েছিল মুখ্যমন্ত্রীর কাছে। তার মধ্যে ১৭টি নাম মেনে নিয়েছেন রাজ্যপাল।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ মে ২০২৫ ২২:৪৮
(বাঁ দিকে) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল সিভি আনন্দ বোস (ডান দিকে)।

(বাঁ দিকে) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল সিভি আনন্দ বোস (ডান দিকে)। —ফাইল চিত্র।

রাজ্যের ১৭টি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত উপাচার্যদের নাম নিয়ে সুপ্রিম কোর্টে আপত্তি জানালেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি এনকে সিংহের বেঞ্চ জানিয়েছে, ওই ১৭ জনের নাম পর্যালোচনা করবে আদালতের নির্দেশে গঠিত প্রাক্তন প্রধান বিচারপতি ইউইউ ললিতের কমিটি। কমিটির সুপারিশ মেনে পরবর্তী নির্দেশ দেবে আদালত।

Advertisement

রাজ্যের ৩৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৯টি বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল তথা আচার্য বোস ইতিমধ্যেই স্থায়ী উপাচার্য নিয়োগের নির্দেশ দিয়েছেন। কিন্তু বাকি ১৭টি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সার্চ কমিটির তৈরি প্যানেলে মুখ্যমন্ত্রীর পছন্দের প্রার্থী নিয়ে আপত্তি তুলেছেন তিনি। বিষয়টি তাঁর পক্ষ থেকে গত এপ্রিলে সুপ্রিম কোর্টে ‘সিলড কভারে’ জানানো হয়েছিল। এ বার রাজ্যপালের সেই আপত্তির কথা জানাল শীর্ষ আদালত।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো প্রতি বিশ্ববিদ্যালয়ের জন্য গঠিত সার্চ কমিটির তিন জনের নামের প্যানেল প্রথমে গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তিনি তাঁর পছন্দ জানিয়েছিলেন। এখনও পর্যন্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সেই পছন্দেই সায় দিয়েছেন রাজ্যপাল। কিন্তু বাকি ১৭টি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্যানেলে মুখ্যমন্ত্রীর পছন্দের প্রার্থীর বিষয়ে তিনি সুপ্রিম কোর্টে আপত্তি জানিয়েছেন। এই টানাপড়েনের ফলে যাদবপুর, কলকাতা-সহ রাজ্যের মোট ১৭ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগের বিষয়টি এখনও ঝুলে রয়েছে।

Advertisement
আরও পড়ুন