Bangladesh Unrest

বাংলাদেশ: বিভাজন রোখার ডাক বিমানের

বামেদের বিঁধেছে বিজেপি। দলের বর্ষীয়ান নেতা তাপস রায় বলেছেন, “কিউবা, প্যালেস্টাইন, আফ্রিকা, ইউরোপ নিয়ে সিপিএম-সহ বামেরা রাস্তায় নামে। ঘরের কাছে বাংলাদেশে হিন্দু-অত্যাচার নিয়ে সেটা হচ্ছে না কেন? শেষমেশ নিন্দা যে অন্তত করেছে, এটাই বড় কথা।”

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫ ০৬:০৭
বিমান বসু।

বিমান বসু। —ফাইল চিত্র।

বাংলাদেশে বিভিন্ন সংবাদপত্রের দফতর, শিল্প-প্রতিষ্ঠানে হামলা, ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার মতো বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে পশ্চিমবঙ্গে ধর্ম-নিরপেক্ষ শক্তিকে শক্তিশালী করে বিভাজন রোখার ডাক দিল বামফ্রন্ট। বিজেপি যদিও এই ‘বাম-আহ্বান’ নিয়ে তোপ দেগেছে।

ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু শনিবার বাংলাদেশের ওই সব ঘটনাগুলির ‘নিন্দা’ করে বলেছেন, “সাম্প্রদায়িক শক্তির উত্থানের ফল কী হতে পারে, তা আমরা দেখছি। বাংলাদেশের ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক চেতনার মানুষ এর বিরুদ্ধে লড়াই করছেন।” তাঁর সংযোজন, “বাংলাদেশের ঘটনাবলিকে ব্যবহার করে পশ্চিমবঙ্গে বিভাজন তৈরি করতে সক্রিয় কিছু অপশক্তি। জনতার ঐক্যের ভিতকে মজবুত করতে ধর্ম-নিরপেক্ষ শক্তিকে শক্তিশালী করতে হবে। রাজ্যবাসীর কাছে আহ্বান, বিভাজনের শক্তিকে পরাস্ত করুন।” একই সুরে ভারত ও বাংলাদেশের শুভবুদ্ধিসম্পন্ন নাগরিকদের এক জোট হওয়ার আহ্বান জানিয়েছেন আরএসপি-র সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য। পাশাপাশি, বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার যাতে সে দেশের সরকারের কাছে কূটনৈতিক বার্তা দেয় এবং আন্তর্জাতিক মহলেও সরব হয়, সেই দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে লিখিত আর্জি জানিয়েছেন ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক জি দেবরাজন।

এই প্রেক্ষাপটে বামেদের বিঁধেছে বিজেপি। দলের বর্ষীয়ান নেতা তাপস রায় বলেছেন, “কিউবা, প্যালেস্টাইন, আফ্রিকা, ইউরোপ নিয়ে সিপিএম-সহ বামেরা রাস্তায় নামে। ঘরের কাছে বাংলাদেশে হিন্দু-অত্যাচার নিয়ে সেটা হচ্ছে না কেন? শেষমেশ নিন্দা যে অন্তত করেছে, এটাই বড় কথা।” প্রসঙ্গত, বাংলাদেশে ‘মৌলবাদী তাণ্ডবে’র প্রতিবাদে এ দিনই সিপিএমের এরিয়া কমিটিগুলির উত্তর ২৪ পরগনার পানিহাটি-সহ রাজ্যের নানা প্রান্তে পথে নেমেছেন নেতা-কর্মীরা।

আরও পড়ুন