যুব কংগ্রেসের ধিক্কার মিছিল। কলকাতায়। —নিজস্ব চিত্র।
চাকরিহারা শিক্ষকদের প্রতিবাদ কর্মসূচি শুরুর আগেই শিয়ালদহ, ধর্মতলায় পুলিশের ‘চড়াও’ হওয়ার অভিযোগকে সামনে রেখে শনিবার প্রদেশ যুব কংগ্রেসের ডাকে ধিক্কার মিছিল হয়েছে। সংগঠনের নেত্রী শাহিনা জাভেদের নেতৃত্বে এ দিন নেতা-কর্মীরা শিয়ালদহ থেকে মৌলালি মোড় পর্যন্ত মিছিল করেছেন। মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জবাব চেয়ে এবং ‘লাঠি নয়, চাকরি চাই’, এই স্লোগান তুলে সরব হয়েছেন শাহিনারা। তাঁদের বক্তব্য, হকের চাকরি চাইতে গেলে মার খেতে হবে কেন। এই সরকার গণতান্ত্রিক প্রতিবাদের অধিকার কেড়ে নিতে চাইছে।