—প্রতীকী চিত্র।
গাজ়ায় ইজ়রায়েল নিঃসন্দেহে যুদ্ধাপরাধ করেছে বলে মন্তব্য করেছেন আমেরিকার বিদেশ দফতরের প্রাক্তন মুখপাত্র ম্যাথু মিলার। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি মনে করি না এটি গণহত্যা, কিন্তু ইজ়রায়েল যুদ্ধাপরাধ করেছে। এ নিয়ে কোনও সন্দেহ নেই।” ২০২৩ সাল থেকে বাইডেন সরকারের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত আমেরিকার বিদেশ দফতরের মুখপাত্র হিসেবে দায়িত্ব সামলেছেন মিলার। এ বিষয়ে তিনি আগে কেন কথা বলেননি, তা জানতে চাইলে ম্যাথু বলেন, “প্রশাসনে থাকলে ব্যক্তিগত মতামত প্রকাশ করা যায় না।”