Air India Pilot

এয়ার ইন্ডিয়ার পাইলটের মুখে ‘মদের গন্ধ’! ধরা পড়েন কানাডা থেকে উড়ানের ঠিক আগে, নামানো হল বিমান থেকে

ঘটনাটি ঘটেছে কানাডার ভ্যাঙ্কুভার বিমানবন্দরে। এয়ার ইন্ডিয়া বিবৃতিতে জানিয়েছে, অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত ওই পাইলটকে বিমান ওড়ানোর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৬ ১৪:২৩
এয়ার ইন্ডিয়ার বিমান।

এয়ার ইন্ডিয়ার বিমান। — ফাইল চিত্র।

‘মদের গন্ধ’ আসছিল পাইলটের মুখ থেকে! তার জেরেই বিপত্তি। উড়ানের ঠিক আগের মুহূর্তে বিষয়টি ধরা পড়ে। সঙ্গে সঙ্গে বিমান থেকে নামিয়ে দেওয়া হয় পাইলটকে। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে কানাডার ভ্যাঙ্কুভারের বিমানবন্দরে। বিমানটি ছিল এয়ার ইন্ডিয়ার। ভ্যাঙ্কুভার থেকে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার সময়ে ঘটনাটি ঘটে।

Advertisement

ডিসেম্বরের শেষ দিকের এই ঘটনাটি বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে। গত ২৩ ডিসেম্বর ভ্যাঙ্কুভার বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল এয়ার ইন্ডিয়ার এআই১৮৬ বিমান। সেই সময়েই ঘটনাটি ঘটেছে। জানা যাচ্ছে, বিমানবন্দরের শুল্কহীন দোকানের সামনে এয়ার ইন্ডিয়ার ওই পাইলটকে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল। দোকানের এক কর্মীর প্রথমে পাইলটকে দেখে সন্দেহ হয়। তিনিই কানাডার কর্তৃপক্ষকে বিষয়টি নিয়ে সতর্ক করেন। খবর পেয়ে কানাডার কর্তৃপক্ষ ‘ব্রিথ অ্যানালাইজ়ার’ যন্ত্রের মাধ্যমে ওই পাইলটকে পরীক্ষা করেন। তবে ওই পরীক্ষায় তিনি বিফল হন। সঙ্গে সঙ্গে তাঁকে নামিয়ে দেওয়া হয় বিমান থেকে। জানা যাচ্ছে, ওই ঘটনার পরে কানাডার কর্তৃপক্ষ আটকও করেন পাইলটকে। ঘটনার জেরে বেশ কিছু ক্ষণ দেরিতে দিল্লির উদ্দেশে রওনা দেয় বিমান।

ভ্যাঙ্কুবর বিমানবন্দরের ওই ঘটনায় ইতিমধ্যে একটি বিবৃতি প্রকাশ করেছে উড়ান সংস্থা। বিবৃতিতে তারা জানিয়েছে, ওই দিন ভ্যাঙ্কুভার বিমানবন্দর থেকে দিল্লিমুখী এআই১৮৬ বিমানটি রওনা দেওয়ার আগেই ককপিট থেকে এক পাইলটকে নামিয়ে দেওয়া হয়। তিনি দায়িত্ব পালনের (বিমান ওড়ানোর) মতো পরিস্থিতিতে রয়েছেন কি না, তা নিয়ে সংশয়ে ছিলেন কানাডার কর্তৃপক্ষ। এর পরে তাঁকে আরও জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান তাঁরা। পরবর্তী সময়ে বিকল্প হিসাবে অন্য এক পাইলটকে ওই বিমানে পাঠানো হয়। এর ফলে উড়ানে কিছুটা দেরি হয়েছে।

এয়ার ইন্ডিয়া বিবৃতিতে আরও জানিয়েছে, অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত ওই পাইলটকে বিমান ওড়ানোর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কোনও বিধিভঙ্গের অভিযোগ পেলে ওই পাইলটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছে উড়ান সংস্থা।

Advertisement
আরও পড়ুন