Bangladesh general election

হাসিনার ফাঁসির রায় ঘিরে উত্তেজনার মধ্যেই বাংলাদেশ নির্বাচন কমিশন সক্রিয়, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

বাংলাদেশে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন এবং নারী ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২। ‘তৃতীয় লিঙ্গে’র ভোটার ১২৩৪ জন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ২০:১২
Bangladesh Election Commission published final voter list for general election 2026

—ফাইল চিত্র।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা (রোডম্যাপ) অনুমোদন করা হয়েছিল অগস্টের শেষে। সেপ্টেম্বরের গোড়ায় বাংলাদেশ নির্বাচন কমিশন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসন পুনর্বিন্যাসের কাজ সেরে সে সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। সংশোধন-পর্ব শেষের পরে এ বার প্রকাশিত হল চূড়ান্ত ভোটার তালিকা।

Advertisement

প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ‘নিষিদ্ধ’ ঘোষিত আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ফাঁসির সাজার ঘোষণার পর সোমবার থেকে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বাংলাদেশে। এই আবহে মঙ্গলবার বিকেলে রাজধানী ঢাকার নির্বাচন ভবনে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ আনুষ্ঠানিক ভাবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন। সেই তালিকা অনুযায়ী বাংলাদেশে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন। ‘তৃতীয় লিঙ্গ’ পরিচয়ে ভোটার রয়েছেন ১২৩৪ জন।

জাতীয় সংসদের মোট ৩০০ আসনের নির্বাচনের জন্য এখনও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করেনি কমিশন। বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, ডিসেম্বরে শেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। ফেব্রুয়ারির গোড়াতেই জাতীয় সংসদের ভোট হতে পারে বাংলাদেশে। গত ৫ অগস্ট জাতির উদ্দেশে ভাষণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জানিয়েছিলেন, আগামী বছর রমজান শুরুর আগে ফেব্রুয়ারি মাসে তিনি জাতীয় সংসদের নির্বাচন করাতে চান। তিনি বলেন, ‘‘২০২৬ সালের পবিত্র রমজানের আগে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব।’’ তার পরের দিনই ইউনূস চিঠি পাঠালে ভোটার তালিকা সংশোধন ও আসনের সীমানা পুনর্বিন্যাসের কাজ শুরু করেছিল কমিশন।

Advertisement
আরও পড়ুন