বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান। —ফাইল চিত্র।
বাংলাদেশের আসন্ন ভোটে সে দেশের নির্বাচন কমিশন কতটা নিরপেক্ষ ভাবে কাজ করবে, তা নিয়ে সংশয়ী বিএনপি। নির্বাচন কমিশনের কিছু আধিকারিক একটি নির্দিষ্ট দলের হয়ে কাজ করছেন বলে অভিযোগ তুলেছে তারেক রহমানের দল। রবিবার এ নিয়ে সে দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে অভিযোগ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের আগে কমিশন যাতে কোনও রকম পক্ষপাতিত্ব না করে, সেই অনুরোধ জানিয়েছেন তিনি।
আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন রয়েছে। শেখ হাসিনার সরকারের পতনের পরে এই নির্বাচন ঘিরে বাংলাদেশের ঘরোয়া রাজনীতির পারদ ক্রমশ চড়ছে। এরই মধ্যে রবিবার বিকেলে ঢাকায় নির্বাচন কমিশনের দফতরে যান বিএনপি মহাসচিব। সে দেশের মুখ্য নির্বাচন কমিশমার এএমএম নাসিরউদ্দিনের সঙ্গে প্রায় ঘণ্টাখানেক বৈঠক করেন তিনি।
ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে বেরিয়ে বিএনপি মহাসচিব জানান, তাঁরা মনে করছেন নির্বাচন কমিশন অনেক ক্ষেত্রেই পক্ষপাতমূলক আচরণ করছে। এই বিষয়গুলি মুখ্য নির্বাচন কমিশনারের নজরে এনেছেন তাঁরা। একই সঙ্গে মির্জা ফখরুল বলেন, “আমরা চাই, ইসি (নির্বাচন কমিশন) যেন নিরপেক্ষ ভূমিকা রাখে।”
বিএনপি নেতা আরও বলেন, “নির্বাচন কমিশনের কিছু সিনিয়র আধিকারিক-সহ কয়েক জনের বিরুদ্ধে আমরা অভিযোগ পেয়েছি। তাঁরা কোনও একটি নির্দিষ্ট দলের পক্ষে কাজ করছেন। আমরা সে বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনকে অনুরোধ করেছি।”
বস্তুত, এ বারের নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনও সুযোগ রাখেনি সে দেশের নির্বাচন কমিশন। বাস্তব পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতিতে এ বারের ভোটে দুই প্রধান শক্তি হয়ে উঠে এসেছে বিএনপি এবং জামাত (জামায়েত-ই-ইসলামি) শিবির। সাম্প্রতিক বেশ কিছু ছাত্রভোটেও জামাতের ছাত্রসংগঠন জয়ী হয়েছে। যদিও কোন ‘নির্দিষ্ট দল’-এর হয়ে কমিশনের আধিকারিকেরা কাজ করছেন বলে বিএনপি-র সন্দেহ, তা খোলসা করেননি মির্জা ফখরুল।