Boeing Emergency Landing

মাঝ-আকাশে হঠাৎ ১০ হাজার ফুট নেমে এল বোয়িং ৭৩৭ বিমান! আহত পাইলট, ফাটল উইন্ডশিল্ডেও

ইউনাইটেড এয়ারলাইন্সের ওই বিমানটিতে ১৪০ জন যাত্রী ও বিমানকর্মী ছিলেন। বিমানটি ৩৬,০০০ ফুট উচ্চতায় উড়ছিল। কিন্তু মাঝ-আকাশে আচমকা বিমানের জানালার কাচ ফেটে যায়। এক ধাক্কায় প্রায় ১০,০০০ ফুট নেমে আসে বিমানটি। বিপদ বুঝে তড়িঘড়ি জরুরি অবতরণ করতে বাধ্য হন চালক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৫ ১০:১৬
কাচ ভেঙে আহত হয়েছেন বিমানের এক পাইলট।

কাচ ভেঙে আহত হয়েছেন বিমানের এক পাইলট। ছবি: এক্স।

ফের অঘটন বোয়িং-এ! মাঝ-আকাশে গোত্তা খেতে খেতে আচমকা ১০ হাজার ফুট নেমে এল ডেনভার থেকে লস অ্যাঞ্জেলেসগামী বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ বিমান। সঙ্গে ফাটল ধরল উইন্ডশিল্ডেও। অল্পের জন্য বাঁচলেন পাইলট।

Advertisement

ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার। ইউনাইটেড এয়ারলাইন্সের ওই বিমানটিতে ১৪০ জন যাত্রী ও বিমানকর্মী ছিলেন। বিমানটি ৩৬,০০০ ফুট উচ্চতায় উড়ছিল। কিন্তু মাঝ-আকাশে আচমকা বিমানের জানালার কাচ ফেটে যায়। এক ধাক্কায় প্রায় ১০,০০০ ফুট নেমে আসে বিমানটি। বিপদ বুঝে তড়িঘড়ি জরুরি অবতরণ করতে বাধ্য হন চালক। সল্টলেক সিটি আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করে বিমানটি।

কাচ ভেঙে বিমানের একজন পাইলট আহতও হয়েছেন। পাইলটের হাতে কাচের টুকরো গেঁথে গিয়েছে বলে অভিযোগ। অন্য দিকে, জরুরি অবতরণের ছয় ঘণ্টা পর আর একটি বিমানে করে যাত্রীদের লস অ্যাঞ্জেলেসে পাঠানো হয়েছে। তবে কী ভাবে ওই দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। অনেকে মনে করছেন, কোনও ছোট উল্কাপিণ্ডের সঙ্গে সংঘর্ষে এমনটা হয়েছে। বিমানের উইন্ডশিল্ডে পোড়া দাগও দেখা গিয়েছে বলে দাবি। ঘটনার পর ইউনাইটেড এয়ারলাইন্স বিবৃতি দিয়ে জানিয়েছে, ওই ঘটনায় কোনও যাত্রী আহত হননি। পাইলটও আপাতত সুস্থ রয়েছেন।

Advertisement
আরও পড়ুন