US Trade Deals

ট্রাম্পের শুল্ক-রোষে ইউরোপও! ২৭ দেশের ইউনিয়নের উপর চাপল ৩০ শতাংশ কর, কোপে আমেরিকার এক পড়শি রাষ্ট্রও

ইতিমধ্যেই ২০টির বেশি দেশ ডোনাল্ড ট্রাম্পের শুল্ক-রোষে পড়েছে। তাদের মধ্যে অন্যতম জাপান, ব্রাজ়িল, কানাডা, দক্ষিণ কোরিয়া রয়েছে। এ বার সেই তালিকায় জুড়ল ইউরোপীয় ইউনিয়নও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ জুলাই ২০২৫ ১৯:১১
ডোনাল্ড ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

ইতিমধ্যেই ২০টির বেশি দেশ ডোনাল্ড ট্রাম্পের শুল্ক-রোষে পড়েছে। তাদের মধ্যে অন্যতম জাপান, ব্রাজ়িল, কানাডা, দক্ষিণ কোরিয়া রয়েছে। এ বার সেই তালিকায় জুড়ল ইউরোপীয় ইউনিয়নও।

Advertisement

ইউরোপের ২৭টি দেশ নিয়ে তৈরি ইউরোপীয় ইউনিয়নের পণ্যের উপর উপর ৩০ শতাংশ শুল্ক চাপিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট, যা কার্যকর হবে ১ অগস্ট থেকে। সমাজমাধ্যম ট্রুথসোশ্যালের পোস্টে নিজেই সে কথা জানিয়েছেন তিনি। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান উরসুলা ভন ডের লেয়েনকে পাঠানো চিঠি সমাজমাধ্যমে পোস্ট করেছেন ট্রাম্প। শুধু ইউরোপীয় ইউনিয়নই নয়, ট্রাম্পের নয়া শুল্কনীতির ‘কোপে’ পড়েছে পড়শি রাষ্ট্র মেক্সিকোও।

প্রসঙ্গত, গত মে মাসে ইউরোপীয় ইউনিয়নকে হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সেই সময় তিনি ৫০ শতাংশ শুল্ক চাপানোর কথা বলেছিলেন। তাঁর বক্তব্য, ইউরোপের দেশগুলির সঙ্গে চুক্তি করতে রাজি নন তিনি। শুধু তা-ই নয়, ইউরোপের দেশগুলি ‘সুযোগ’ নেয় বলেও মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সেই হুমকির পরেই তাঁর সঙ্গে কথা বলেছিলেন ইইউ প্রধান। তার পর সুর খানিক নরম করেছিলেন ট্রাম্প। তার পরিণাম— করের হার ৫০ শতাংশ থেকে কমে ৩০ শতাংশ হল।

আমেরিকার কুর্সিতে বসার পর থেকেই বিভিন্ন দেশকে শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়ে এসেছেন ট্রাম্প। এপ্রিলে সেই শুল্কের দীর্ঘ তালিকা প্রকাশ করেন। ভারতের উপরেও চাপানো হয় ২৬ শতাংশ বাড়তি শুল্ক। তার পর এই সিদ্ধান্ত ৯০ দিনের জন্য স্থগিত রাখেন মার্কিন প্রেসিডেন্ট। জানিয়েছিলেন, আলোচনা ফলপ্রসূ না হলে আমেরিকা নিজের মতো শুল্ক চাপাবে। ৯ জুলাই তার মেয়াদ শেষ হয়। এর পর থেকেই একে একে বিভিন্ন দেশের উপর শুল্ক চাপানো শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট।

Advertisement
আরও পড়ুন