Indian Man Killed in US

প্রকাশ্যে প্রস্রাবে বাধা দিয়েছিলেন! আমেরিকার রাস্তায় গুলি করে মারা হল হরিয়ানার যুবককে

২৬ বছর বয়সি ওই যুবকের নাম কপিল। হরিয়ানার জিন্দ জেলার বরাহকলা গ্রামের বাসিন্দা কপিল কৃষক পরিবারের ছেলে। পরিবারের দাবি, এক ব্যক্তিকে জনসমক্ষে প্রস্রাব করা থেকে বিরত রাখার চেষ্টা করার জেরে গুলি করে হত্যা করা হয়েছে কপিলকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৪০
আমেরিকায় নিহত হরিয়ানার বাসিন্দা কপিল।

আমেরিকায় নিহত হরিয়ানার বাসিন্দা কপিল। ছবি: সংগৃহীত।

প্রকাশ্য রাস্তায় সকলের সামনেই প্রস্রাব করছিলেন এক ব্যক্তি। তাতে বাধা দিতে গিয়েছিলেন ভারতীয় এক যুবক। তারই মাশুল দিতে হল। ঘটনাস্থলেই গুলি করে মারা হল যুবককে। সম্প্রতি আমেরিকার ক্যালিফোর্নিয়ায় ঘটনাটি ঘটেছে। ঘটনার তদন্ত করছে সে দেশের পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, ২৬ বছর বয়সি ওই যুবকের নাম কপিল। হরিয়ানার জিন্দ জেলার বরাহকলা গ্রামের বাসিন্দা কপিল কৃষক পরিবারের ছেলে। পরিবারের দাবি, এক ব্যক্তিকে জনসমক্ষে প্রস্রাব করা থেকে বিরত রাখার চেষ্টা করার জেরে গুলি করে হত্যা করা হয়েছে কপিলকে। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ইতিমধ্যে ভারতে কপিলের আত্মীয়দের খবর পাঠানো হয়েছে। দেহ দেশে ফেরানোর ব্যবস্থাও শুরু হয়েছে বলে খবর।

নিহতের পরিবার সূত্রকে উদ্ধৃত করে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, পরিবারের একমাত্র উত্তরাধিকারী ছিলেন কপিল। উপার্জন করে পরিবারকে সহায়তা করার জন্য বছর তিনেক আগে বিদেশে গিয়েছিলেন তিনি। ২০২২ সালে ‘ডানকি’ পথ ধরে আমেরিকায় যান যুবক। এ জন্য প্রায় ৪৫ লক্ষ টাকা খরচ করতে হয়েছিল তাঁকে। কপিলের এক আত্মীয় স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘‘কপিল কেবল একজন লোককে খোলা জায়গায় প্রস্রাব করতে বারণ করেছিল। সে জন্য ওকে গুলি করে মেরে দিল ওরা!’’ তবে এখনও পর্যন্ত ওই ঘটনায় সন্দেহভাজনের নামপরিচয় প্রকাশ করেনি মার্কিন কর্তৃপক্ষ। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতারও করা হয়নি।

Advertisement
আরও পড়ুন