Iran-Israel Conflict

যুদ্ধবিরতিতে সম্মত ইজ়রায়েল আমেরিকাকে ধন্যবাদ জানাল, বলল, ‘লক্ষ্য সফল’! ইরানের প্রতিক্রিয়া, ‘মারলে আবার মারব’

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত যুদ্ধবিরতিতে সম্মতি জানাল ইজ়রায়েল। তবে এই বিষয়ে ইরানের অবস্থান কী, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ জুন ২০২৫ ১২:২৩
(বাঁ দিক থেকে) বেঞ্জামিন নেতানিয়াহু, ডোনাল্ড ট্রাম্প এবং আয়াতোল্লা আলি খামেনেই।

(বাঁ দিক থেকে) বেঞ্জামিন নেতানিয়াহু, ডোনাল্ড ট্রাম্প এবং আয়াতোল্লা আলি খামেনেই। —ফাইল চিত্র।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত যুদ্ধবিরতিতে সম্মতি জানাল ইজ়রায়েল। তবে এই বিষয়ে ইরানের অবস্থান কী, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল (ভারতীয় সময় অনুসারে) যুদ্ধবিরতি নিয়ে সমাজমাধ্যমে তিনটি পোস্ট করেছেন ট্রাম্প। তৃতীয় পোস্টে তিনি জানান, যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে। তার পরেই ইজ়রায়েলের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে ইজ়রায়েল তাঁর প্রস্তাব মেনে পারস্পরিক সংঘর্ষবিরতিতে সম্মত হচ্ছে।”

Advertisement

ইজ়রায়েলের বিবৃতিতে বলা হয়েছে, সোমবার রাতে সে দেশের প্রতিরক্ষামন্ত্রী ইজ়রায়েল কাৎজ় গুপ্তচর সংস্থা ও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন মোসাদের প্রধান। ওই বৈঠকে নেতানিয়াহু জানান, ইরানের বিরুদ্ধে অভিযানে ‘সব লক্ষ্য’ পূরণ করতে পেরেছে ইজ়রায়েল।

বিবৃতিতে নেতানিয়াহুকে উদ্ধৃত করে লেখা হয়েছে, “ইজ়রায়েল দু’টি অস্তিত্বগত ঝুঁকি নষ্ট করে দিয়েছে। একটি ছিল পরমাণু অস্ত্র সংক্রান্ত ঝুঁকি, আর একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংক্রান্ত ঝুঁকি।” মনে করা হচ্ছে, এই বক্তব্যের মাধ্যমে নেতানিয়াহু বোঝাতে চেয়েছেন, ইরানের বিরুদ্ধে ইজ়রায়েল সামরিক সংঘাতে যেমন জয়ী হয়েছে, তেমনই সে দেশের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচিকেও স্থগিত করে দিতে পেরেছে।

সোমবার রাত সাড়ে ৩টে নাগাদ (ভারতীয় সময় অনুসারে) সমাজমাধ্যমে পোস্ট করে ইরান-ইজ়রায়েলের যুদ্ধবিরতির ঘোষণা করেছিলেন ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট লিখেছিলেন, “এই যুদ্ধবিরতির সিদ্ধান্তে ইরান এবং ইজ়রায়েল— দু’দেশই সহমত হয়েছে। ট্রাম্প দাবি করেছিলেন, ইরান-ইজ়রায়েলের ১২ দিনের যুদ্ধ না-থামানো গেলে গোটা পশ্চিম এশিয়ায় অনেক বছর ধরে এটা চলতে থাকবে। তবে ট্রাম্পের দাবি খারিজ করে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি জানান, যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনও সমঝোতা হয়নি। তবে স্থানীয় সময় অনুসারে ভোর ৪টের (ভারতীয় সময় সকাল ৬টা) পর থেকে ইজ়রায়েল হামলা বন্ধ করলে ইরানও নতুন করে সংঘর্ষে জড়াতে চায় না বলে জানায় তেহরান।

Advertisement
আরও পড়ুন