Board of Peace

‘বোর্ড অফ পিস’-এ পাকিস্তানের সদস্যপদে আপত্তি! গাজ়া নিয়ে কঠোর বার্তা আমেরিকার বন্ধু দেশের

পাকিস্তানকে দূরে সরাতে চাইলেও ইজ়রায়েলের মন্ত্রী গাজ়ায় শান্তি ফেরানোর জন্য ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬ ০৬:৫৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। — ফাইল চিত্র।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডাকে ‘বোর্ড অব পিস’-এর সদস্য হয়েছিল পাকিস্তান। শুক্রবার সুইৎজ়ারল্যান্ডের দাভোসে ‘বোর্ড অফ পিস’-এর সনদে স্বাক্ষর করেন ট্রাম্প। অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফও। তবে ইসলামাবাদ বোর্ডের সদস্য হওয়ায় আপত্তি জানিয়েছে ইজ়রায়েল। দাবি, গাজ়ার শান্তিরক্ষা বাহিনীতে পাকিস্তানের কোনও ভূমিকা যেন না থাকে।

Advertisement

দাভোস থেকে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ইজ়রায়েলের অর্থমন্ত্রী নীর বরকত বলেন, ‘‘সন্ত্রাসবাদকে সমর্থন করে এমন কোনও দেশকে স্বাগত জানানো হবে না। এই তালিকায় পাকিস্তানও আছে।’’

‘বোর্ড অব পিস’-এ স্বাক্ষর করার জন্য নিজের দেশেও সমালোচিত হচ্ছেন শরিফ। পাকিস্তানের অনেকে মনে করছেন, এই জোট আসলে প্যালেস্টাইন বিরোধী। প্রসঙ্গত, তেহরিক-ই-ইনসাফ তথা পিটিআই নেতা প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানও বিরোধিতা জানিয়েছেন শরিফের সদস্য হওয়ার সিদ্ধান্তে।

শুধু ইসলামাবাদ নয় কাতার ও তুরস্ককেও জোটে চায় না ইজ়রায়েল। ওই দেশের মন্ত্রীর দাবি, এই দেশগুলি গাজ়ায় থাকা ‘জিহাদি সংগঠন’-কে সমর্থন করে। অবশ্য পাকিস্তানকে দূরে সরাতে চাইলেও ইজ়রায়েলের মন্ত্রী গাজ়ায় শান্তি ফেরানোর জন্য ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেছেন। জাতিসংঘকে পক্ষপাতদুষ্ট দাবি করে ‘বোর্ড অব পিস’কে নিরপেক্ষ বলেই মনে করছেন তিনি।

Advertisement
আরও পড়ুন