Israel Attack on Syria

সিরিয়ার রাজধানী দামাস্কাসে হামলা শুরু ইজ়রায়েলের! বোমা পড়ল প্রতিরক্ষা মন্ত্রকের ভবনে

দামাস্কাসে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের ভবনে বোমা ফেলেছে ইজ়রায়েল। হামলা চালিয়েছে প্রেসিডেনশিয়াল প্যালেসের সামনেও। দুই হামলার কথাই ইতিমধ্যে স্বীকার করে নিয়েছে ইজ়রায়েলি সেনা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৫ ২০:৫৩
Israel starts attack in Syria Capital Damascus

সিরিয়ার রাজধানী দামাস্কাসে প্রতিরক্ষা মন্ত্রকের সামনে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: রয়টার্স।

সিরিয়ার রাজধানী দামাস্কাস লক্ষ্য করে বুধবার একের পর এক হামলা চালিয়েছে ইজ়রায়েলি বাহিনী। দামাস্কাসে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের ভবনে বোমা ফেলেছে ইজ়রায়েল। হামলা চালিয়েছে প্রেসিডেনশিয়াল প্যালেসের সামনেও। দুই হামলার কথাই ইতিমধ্যে স্বীকার করে নিয়েছে ইজ়রায়েলি সেনা।

Advertisement

সিরিয়ার এক সংবাদমাধ্যমের প্রকাশিত একটি ভিডিয়ো দেখা যাচ্ছে, সরাসরি সম্প্রচার চলাকালীন ওই দফতরের অদূরেই প্রতিরক্ষা মন্ত্রকের ভবনে বোমা আছড়ে পড়েছে। ঘটনার আকস্মিকতায় সংবাদ উপস্থাপনার মাঝেই আসন ছেড়ে নিরাপদ আশ্রয়ে পৌঁছোনোর চেষ্টা করেন সংবাদ উপস্থাপিকা। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। দামাস্কাসে ওই হামলায় এখনও পর্যন্ত এক জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন আরও অন্তত ১৮ জন।

ইজ়রায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজ়রায়েল কাট্‌জ় সিরিয়ার ওই সংবাদমাধ্যমের ভিডিয়োটি নিজের সমাজমাধ্যমের পাতায় শেয়ার করেছেন। সঙ্গে হিব্রু ভাষায় তিনি লিখেছেন, “হামলা তো এ বার শুরু হয়েছে।” ওই পোস্টের ঠিক আগেই আরও একটি পোস্ট করেছিলেন কাট্‌জ়। সেখানে সিরিয়ার উদ্দেশে হুমকি স্পষ্ট। তিনি লিখেছিলেন, “দামাস্কাসকে অনেক সাবধান করা হয়েছে। এ বার হামলা শুরু হবে।” সিরিয়ায় ইজ়রায়েলি হানার নিন্দায় ইতিমধ্যে সরব হয়েছে সংযুক্ত আরব আমিরশাহি-সহ পশ্চিম এশিয়ার একাধিক দেশ। সিরিয়ায় হামলা বন্ধ করার জন্য বলেছে আমেরিকাও। তবে এখনও পর্যন্ত তার কোনও ছাপ বাস্তবে মেলেনি।

সিরিয়ায় বসবাসকারী একটি সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠী হিসাবে পরিচিত দ্রুজ়। ধর্মবিশ্বাসের দিক থেকে তারা ইসলাম ধর্মের একটি শাখা হিসেবে নিজেদের দাবি করে। কিন্তু অতীতে আল কায়দা, আইএস-সহ বিভিন্ন কট্টরপন্থী ইসলামি সংগঠনের নিশানা হয়েছে দ্রুজ় জনগোষ্ঠী। সিরিয়া ছাড়াও লেবানন ও ইজ়রায়েলে এই ধর্মীয় গোষ্ঠীর মানুষের বসবাস। রবিবার রাতে দক্ষিণ সিরিয়ার সুয়েইদা প্রদেশে সুন্নি ইসলামপন্থী বেদুইন সশস্ত্র বাহিনী এবং দ্রুজ সংখ্যালঘু গোষ্ঠীর জনবসতিতে হামলা চালায়।

দ্রুজ়দের উপর হামলার পরেই সিরিয়ায় হামলা শুরু করে ইজ়রায়েলি বাহিনী। সোমবার থেকে সিরিয়ায় সুন্নি ইসলামপন্থী জঙ্গিবাহিনীর উপর বিমান হামলা শুরু করে ইজ়রায়েল।

Advertisement
আরও পড়ুন