Kash Patel

মার্কিন গোয়েন্দা সংস্থার মাথায় এই প্রথম ভারতীয় বংশোদ্ভূত! নিয়োগে অনুমোদন দিল সেনেট

এই প্রথম এফবিআইয়ের ডিরেক্টর হিসাবে কোনও ভারতীয় বংশোদ্ভূতকে নিয়োগ করা হল। কাশের নিয়োগে বৃহস্পতিবার অনুমোদন দিয়েছে আমেরিকার সেনেট। ৪৪ বছরের কাশ প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ ঘনিষ্ঠ বলে পরিচিত।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৭
আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের নতুন ডিরেক্টর ভারতীয় বংশোদ্ভূত কাশ পটেল।

আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের নতুন ডিরেক্টর ভারতীয় বংশোদ্ভূত কাশ পটেল। ছবি রয়টার্স।

আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই (ফেডেরাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন)-এর মাথায় বসতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত কাশ পটেল। এই প্রথম এফবিআইয়ের ডিরেক্টর হিসাবে কোনও ভারতীয় বংশোদ্ভূতকে নিয়োগ করা হল। কাশের নিয়োগে বৃহস্পতিবার অনুমোদন দিয়েছে আমেরিকার সেনেট।

Advertisement

৪৪ বছরের কাশ এর আগে আমেরিকার গোয়েন্দা সংস্থায় দীর্ঘ দিন কাজ করেছেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ ঘনিষ্ঠ হিসাবে পরিচিত। গত বছর ট্রাম্পের মনোনয়ন প্রক্রিয়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন কাশ। মনে করা হচ্ছে, বৃহস্পতিবার তারই 'পুরস্কার' পেলেন। আমেরিকার গোয়েন্দা সংস্থা পরিচালনা করবেন তিনিই।

এর আগে এফবিআইয়ের ডিরেক্টর ছিলেন ক্রিস্টোফার রে। তিনিও ট্রাম্পের বিশেষ ঘনিষ্ঠ। গত ১০ বছর ধরে তিনি আমেরিকার গোয়েন্দা সংস্থার ডিরেক্টর ছিলেন। এ বার তাঁর জায়গায় দায়িত্ব পাচ্ছেন কাশ।

এফবিআইতে কাশের নিয়োগ নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই নিয়োগের বিরোধিতা করেছেন মার্কিন সেনেটের অন্যতম সদস্য সুজ়ান কলিন্স। তাঁর মতে, গোয়েন্দা সংস্থার মাথায় কোনও 'অরাজনৈতিক' ব্যক্তির থাকা উচিত। কাশের ইতিহাস বলছে, তিনি 'অরাজনৈতিক' নন। গত চার বছর ধরে সক্রিয় ভাবে তিনি রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। কাশের নিয়োগের বিরুদ্ধে ভোট দিয়েছেন বলেও প্রকাশ্যে জানিয়েছেন সুজ়ান।

Advertisement
আরও পড়ুন