US-Venezuela Conflict

১৭ মার্চ আবার ম্যানহাটনের আদালতে পেশ করা হবে মাদুরোকে, ভেনেজু়য়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট পদে শপথ নিলেন ডেলসি রড্রিগেস

ভেনেজ়ুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক বন্দি করে দেশছাড়া করা হয়। শুক্রবার মধ্যরাত (স্থানীয় সময় অনুসারে রাত ২টো) থেকে ভেনেজ়ুয়েলায় সামরিক অভিযান চালিয়ে মাদুরোকে বন্দি করেছে আমেরিকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ ১১:৫৪
Live update of Venezuelan leader Nicolás Maduro and his wife Cilia Flores situation dgtl

ভেনেজ়ুয়েলার অপহৃত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে হাজির করা হয় আদালতে। ছবি: রয়টার্স।

না-জানলেই নয়
timer শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ ০৪:৫১ key status

যুক্ত রাষ্ট্রকে মাদক পাচারের বিরুদ্ধে লড়াই জারি রাখার বার্তা কলম্বিয়ার

কলম্বিয়ায়ের উদ্দেশে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। তার পরেই কলম্বিয়ার পক্ষ থেকে আমেরিকাকে বার্তা দেওয়া হয়েছে মাদক পাচারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য। আমেরিকার সঙ্গে ‘সহযোগিতা অব্যাহত’ রাখার বার্তাও দেওয়া হয়েছে। 

timer শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ ০৪:৪৫ key status

‘মাদুরোর স্ত্রী গুরুতর আহত হয়েছিলেন’

সস্ত্রীক মাদুরোকে বন্দি করার সময়ে সিলিয়া ফ্লোরেস (মাদুরোর স্ত্রী) উল্লেখ্যযোগ্য ভাবে আহত হয়েছিলেন। সে বিষয়েও মূল্যায়ণ করা উচিত বলে দাবি ভেনেজ়ুয়েলার ফার্স্ট লেডির আইনজীবীর। 

Advertisement
timer শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ ০৪:২৭ key status

‘ভেনেজ়ুয়েলার সঙ্গে গ্রিনল্যান্ডের তুলনা হয় না’

‘নিরাপত্তার স্বার্থে’ গ্রিনল্যান্ডে হনার হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। তার প্রেক্ষিতে ওই দেশের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিয়েলসনজানিয়েছেন, আমেরিকার সঙ্গে সম্পর্ক ভাল করতে চায় গ্রিনল্যান্ড। তাঁর কথায়, ‘গ্রিনল্যান্ডকে ভেনেজ়ুয়েলার সঙ্গে তুলনা করা যায় না।’’

timer শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ ০৪:২০ key status

ব্রাজ়িলের প্রেসিডেন্ট ফোন করেছিলেন রড্রিগেসকে

ভেনেজ়ুয়েলায় মার্কিন হানার কয়েক ঘণ্টা পরেই ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা ফোনে কথা বলেছিলেন ডেলসি রড্রিগেসের সঙ্গে। 

Advertisement
timer শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ ০৪:১৬ key status

একমাত্র লক্ষ্য মাদুরোকে দেশে ফেরানো

ভেনেজ়ুয়েলার আইনসভার প্রধান জর্জ রড্রিগ্রেস জানিয়েছেন, মাদুরোকে দেশে ফেরানোর জন্য সমস্ত উপায় তিনি খুঁজে বের করবন। 

timer শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ ০৪:১১ key status

রড্রিগেসকে সমর্থন মাদুরোর ছেলের

নিকোলাসের গ্রেফতারের পরে ভেনেজ়ুয়েলার  অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসিকে নিঃশর্ত সমর্থন জানালেন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের ছেলে। তাঁর মন্তব্য, দেশ ভালো মানুষের হাতেই আছে। 

Advertisement
timer শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ ০২:১৯ key status

কারাকাসে মাদুরোর সমর্থকদের জমায়েত

ডেলসি রড্রিগেস আনুষ্ঠানিক ভাবে ভেনেজ়ুয়েলার অন্তরবর্তীকলিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পর সেখানকার উচ্ছ্বসিত জনতারা দেশের জাতীয় পতাকা হাতে  রাজধানি কারাকাসের রাস্তায় নেমে  ক্ষমতাচ্যুত প্রসিডেন্ট নিকোলাস মাদুরোর সমর্থন করতে শুরু করেছেন।

timer শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ ০১:৫২ key status

মাদুরোর পরবর্তী শুনানি ১৭ই মার্চ

ম্যানহ্যাটন আদলতে মাদুরোর মামলার পরবর্তী শুনানি হবে ১৭ মার্চ আঞ্চলিক সময় সকাল ১১ টায়।

timer শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ ০১:৪১ key status

মার্কিন আক্রমণকে সমর্থনকারীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল ভেনেজ়ুয়েলা সরকার

ডেলসি রড্রিগেস প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পর ভেনেজ়ুয়েলা সরকার নয়া ফরমান জারি করেছে। তাঁরা জানিয়েছেন, যে বা যাঁরা মার্কিন আক্রমণকে সমর্থন করছেন, তাঁদের খুঁজে বের করে অবিলম্বে গ্রেফতার করতে হবে।

timer শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ ০১:২৪ key status

ভেনেজু়য়েলার প্রেসিডেন্ট পদে শপথ নিলেন ডেলসি রড্রিগেস

সোমবার ভেনেজ়ুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট পদে শপথ নিলেন ডেলসি রড্রিগেস। ডেলসির ভাই তথা জাতীয় পরিষদের সভাপতি জর্জ রড্রিগেস তাঁকে শপথ গ্রহণ করান।

timer শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ২৩:১৮ key status

দোষী নই: মাদুরো

সংবাদসংস্থা এপি সূত্রে খবর, শুনানির শুরুতে বিচারকের সামনে আর্জি জানান ভেনেজ়ুয়েলার অপহৃত প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘‘আমাকে বন্দি করা হয়েছে। আমি দোষী নই।’’

timer শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ২৩:১৫ key status

মাদক মামলার শুনানি শুরু

মাদুরোর মামলার শুনানি শুরু হল নিউ ইয়র্কের আদালতে।


timer শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ২৩:০০ key status

‘আমেরিকা কোনও দেশ দখল করতে যায়নি’

সোমবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা বিষয়ক কাউন্সিলের বৈঠক ছিল। রাষ্ট্রপুঞ্জে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত জানান, মাদুরোকে ভেনেজ়ুয়েলা থেকে আটক করার বিষয়টি সম্পূর্ণ ‘আইনপ্রয়োগকারী অভিযান’ ছিল। তিনি এ-ও দাবি করেন, ‘‘আমেরিকা কোনও দেশ দখল করতে যায়নি।’’

timer শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ২২:৪৯ key status

আদালতের বাইরে জমায়েত

নিউ ইয়র্কের আদালতে রয়েছেন মাদুরো এবং তাঁর স্ত্রী। তাঁদের বিচারপ্রক্রিয়া শুরু হবে। তবে তার আগে থেকেই আদালতে বাইরে জমায়েত। মাদুরোর মুক্তির দাবি নিয়ে অনেকে পোস্টার হাতে জড়ো হয়েছেন।

timer শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ২২:০১ key status

মাদুরোর হয়ে কে লড়বেন আদালতে?

সোমবার আদালতে মাদুরো এবং তাঁর স্ত্রীর হয়ে সওয়াল করবেন ব্যারি পোলক।

timer শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ২১:২৯ key status

মাদুরোর সম্পত্তি ফ্রিজ় করল সুইৎজ়ারল্যান্ড

সুইৎজ়ারল্যান্ডে থাকা মাদুরোর সম্পত্তি বাজেয়াপ্ত করল সে দেশের সরকার। তবে কত মৃল্যের সম্পত্তি সে সম্পর্কে কোনও তথ্য দেয়নি সুইৎজ়ারল্যান্ডের বিদেশ মন্ত্রক। একই সঙ্গে এ-ও জানিয়েছে, এই পদক্ষেপে ভেনেজ়ুয়েলার সরকারের থাকা সদস্যদের উপর কোনও প্রভাব ফেলবে না। 

timer শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ২১:০৯ key status

কী বলছে আন্তর্জাতিক আইনে?

১৯৪৫ সালের অক্টোবরে রাষ্ট্রপুঞ্জে এক সনদ স্বাক্ষরিত হয়। সেই সনদের অনুচ্ছেদ ২(৪) অনুযায়ী, সব দেশকে অন্য দেশের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের থেকে বিরত থাকতে হবে! রাষ্ট্রপুঞ্জের সকল সদস্যদেশের জন্য এই নিয়ম প্রযোজ্য। তাতে বলা হয়েছে, ‘‘সকল সদস্য তাদের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অন্য দেশের আঞ্চলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে বলপ্রয়োগ করতে পারবে না।’’ অর্থাৎ, স্পষ্টতই আমেরিকা রাষ্ট্রপুঞ্জের সনদ লঙ্ঘন করেছে।

timer শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ২১:০৮ key status

উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জ

ভেনেজ়ুয়েলার রাজধানীতে ঢুকে সস্ত্রীক মাদুরোকে তুলে আনার বিযয়ে উদ্বেগপ্রকাশ করলেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস। তিনি বলেন, ‘‘আমি গোটা ঘটনা নিয়ে উদ্বিগ্ন। আমেরিকা এই অভিযান করে আন্তর্জাতিক আইনের নিয়ম লঙ্ঘন করেছে।’’ তার পরেই ভেনেজ়ুয়েলাবাসীকে এই অস্থির পরিস্থিতিতে শান্ত থাকার বার্তা দিয়েছেন গুতেরেস।

timer শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ২০:৫১ key status

কী অভিযোগ মাদুরোর বিরুদ্ধে?

আমেরিকার দীর্ঘ দিনের অভিযোগ, মাদক পাচার এবং অন্যান্য অপরাধের জন্য তেল ব্যবহার করে ভেনেজ়ুয়েলা। ওই তেল আদতে চুরি করা হয় ভেনেজ়ুয়েলার বিভিন্ন খনি থেকে। তার পর তা বিক্রি করে জঙ্গি কার্যকলাপে ব্যবহার করা হয়। আর সব কিছুই হয়েছে মাদুরোর নির্দেশে! তাই তাঁকে গ্রেফতার করে মার্কিন বিচারব্যবস্থার সামনে ফেলতে চেয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

timer শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ২০:৪৮ key status

ভেনেজ়ুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টের সুর বদল

কথা না-শুনলে বড় মূল্য চোকাতে হবে, ভেনেজ়ুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেসকে রবিবার এমনই হুঁশিয়ারি দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পর সুর খানিক নরম করেন ডেলসি। আমেরিকার সঙ্গে সহযোগিতার সম্পর্কের বার্তা দেন। ডেলসি জানান, আমেরিকা এবং ভেনেজ়ুয়েলার সম্পর্কে ভারসাম্য এবং শ্রদ্ধা দেখতে চান তিনি। লিখেছেন, ‘‘আমেরিকা ও ভেনেজ়ুয়েলার মধ্যে ভারসাম্যপূর্ণ এবং শ্রদ্ধাশীল সম্পর্ক স্থাপন আমাদের অগ্রাধিকার। পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নের লক্ষ্য নিয়ে একসঙ্গে কাজ করার জন্য আমরা আমেরিকার সরকারকে আহ্বান জানাচ্ছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন