Dubai Fire

দুবাইয়ের গগনচুম্বী মেরিনা পিনাকলে বিধ্বংসী আগুন! বহুতল থেকে নিরাপদে বার করা হল বাসিন্দাদের

শুক্রবার গভীর রাতে মেরিনা পিনাকলের টাইগার টাওয়ারে আগুন লেগে যায়। বহুতল ভবনটিতে ৭৬৪টি অ্যাপার্টমেন্টে মোট ৩,৮২০ জন বাসিন্দা ছিলেন। তাঁদের সকলকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ জুন ২০২৫ ২৩:৩৫
শনিবার ভোর পর্যন্তও আগুন জ্বলতে দেখা গিয়েছে বহুতলে।

শনিবার ভোর পর্যন্তও আগুন জ্বলতে দেখা গিয়েছে বহুতলে। ছবি: সংগৃহীত।

বিধ্বংসী আগুন দুবাইয়ের বহুতলে! শুক্রবার গভীর রাতে দুবাইয়ের মেরিনা পিনাকলের ভিতরে অবস্থিত বহুতল টাইগার টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। ৬৭ তলা উঁচু ওই বহুতলে ৩,৮২০ জন বাসিন্দা ছিলেন। আগুন লাগার প্রায় ছ’ঘন্টা পর দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ওই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

Advertisement

দুবাইয়ের বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার গভীর রাতে মেরিনা পিনাকলের টাইগার টাওয়ারে আগুন লেগে যায়। বহুতল ভবনটিতে ৭৬৪টি অ্যাপার্টমেন্টে মোট ৩,৮২০ জন বাসিন্দা ছিলেন। তাঁদের সকলকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। কিছু বাসিন্দার কথায়, তাঁরা বুঝতেই পারেননি যে তাঁদের আবাসনে আগুন লেগে গিয়েছে! যত ক্ষণে টের পান, তখন অনেক দেরি হয়ে গিয়েছে। খবর পেয়েই এলাকায় পৌঁছোন দমকলকর্মীরা। দীর্ঘ ছ’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে শনিবার ভোর পর্যন্তও আগুন জ্বলতে দেখা গিয়েছে ওই বহুতলে।

ইতিমধ্যে সমাজমাধ্যমে অগ্নিকাণ্ডের একাধিক ছবি ও ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। তাতে দেখা যাচ্ছে, বহুতলটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। ঘন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারদিক। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে প্রথমে ভবনের উপরের তলাগুলিতে আগুন দেখা গিয়েছিল। কিছু ক্ষণের মধ্যেই ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। প্রসঙ্গত, মেরিনা পিনাকল দুবাইয়ের ব্যস্ততম এলাকাগুলির মধ্যে একটি। সেখানে আগুন লাগার ঘটনাও এই প্রথম নয়। এর আগে ২০১৫ সালে এই বহুতলেরই ৪৭ এবং ৪৮তম তলায় আগুন লেগেছিল। ২০১৫ এবং ২০১৭ সালে আগুন লেগে গিয়েছিল টাইগার টাওয়ারের কাছে অবস্থিত আর এক বহুতল ‘দ্য টর্চ’-এও। তবে এখনও পর্যন্ত শুক্রবার রাতের অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়ে থাকতে পারে। এ বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন