Volcanic Eruption in Ethiopia

ইথিওপিয়ায় জেগে উঠল ১০ হাজার বছর ধরে ঘুমিয়ে থাকা আগ্নেয়গিরি! মুখ ঘুরিয়ে ভারতে ফিরল ইন্ডিগো-র বিমান

রবিবার সকালে আচমকা জেগে ওঠে ইথিওপিয়ার এর্তা আলে রেঞ্জে অবস্থিত হায়লি গুব্বি আগ্নেয়গিরি। শেষ বার প্রায় ১০ হাজার বছর আগে হায়লি গুব্বি থেকে অগ্ন্যুৎপাত হয়েছিল। তার পর থেকে এত দিন ঘুমিয়েই ছিল সে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ২১:৫৩
ইথিওপিয়ার সেই আগ্নেয়গিরি।

ইথিওপিয়ার সেই আগ্নেয়গিরি। — ফাইল চিত্র।

১০,০০০ বছর ধরে ঘুমিয়ে ছিল ইথিওপিয়ার হায়লি গুব্বি আগ্নেয়গিরি। বহু যুগ পর, রবিবার আচমকা ঘুম ভেঙেছে তার। আর তার জেরে বদলাতে হয়েছে একাধিক বিমানের গতিপথ। এমনকি, সতর্কবার্তা পেয়ে কেরলের কন্নুর থেকে সৌদি আরবের আবু ধাবির উদ্দেশ পাড়ি দেওয়া ইন্ডিগো-র বিমানও মুখ ঘুরিয়ে ফিরে এসেছে অহমদাবাদে।

Advertisement

বিমান সংস্থা ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, কন্নুর-আবু ধাবি ৬ই ১৪৩৩ বিমানটি ভয়াবহ অগ্ন্যুৎপাতের সতর্কবার্তা পেয়ে তড়িঘড়ি অহমদাবাদে ফিরে এসেছে। বিমান সংস্থার তরফেই যাত্রীদের অহমদাবাদ থেকে কন্নুরে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে। শুধু ওই বিমানই নয়, ওই পথ দিয়ে যাতায়াত করা সমস্ত বিমানের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে পরিস্থিতির দিকে নজর রাখতে শুরু করেছে ভারতের বিমান কর্তৃপক্ষ। দুর্ঘটনা এড়াতে একাধিক বিমানের গতিপথ বদলানোর কথা ভাবা হচ্ছে।

রবিবার সকালে আচমকা জেগে ওঠে ইথিওপিয়ার এর্তা আলে রেঞ্জে অবস্থিত হায়লি গুব্বি আগ্নেয়গিরি। শেষ বার প্রায় ১০ হাজার বছর আগে হায়লি গুব্বি থেকে অগ্ন্যুৎপাত হয়েছিল। তার পর থেকে এত দিন ঘুমিয়েই ছিল সে। রবিবার তার ঘুম ভাঙে। কালো ছাইয়ের পুরু চাদরে ঢেকে যায় আকাশ। সঙ্গে নির্গত হতে থাকে সালফার ডাই অক্সাইড গ্যাস। ছাইয়ের মেঘে ইতিমধ্যেই ওমান এবং ইয়েমেনের একাধিক অঞ্চল ঢেকে গিয়েছে। সে সব এলাকাতেও পরিবেশগত এবং বিমান চলাচল সংক্রান্ত সতর্কতা জারি করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন