Python

চাষের কাজে গিয়ে তিন দিন বাড়ি ফেরেননি! সেই কৃষকের দেহ মিলল ২৬ ফুট অজগরের পেটে

শুক্রবার রাতে কৃষক বাড়ি না ফেরায় খোঁজ শুরু করেন স্থানীয়েরা। সে সময় মাজাপাহিত গ্রামের কাছে চাষের ক্ষেতে একটি অজগরকে পড়ে থাকতে দেখেন তাঁরা। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেলেও সেটি নড়াচড়া করেনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৫ ১৩:৩৯

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

নিজের ক্ষেতে কাজ করতে গিয়েছিলেন কৃষক। রাত হয়ে গেলেও বাড়ি ফেরেননি। এলাকায় খোঁজাখুঁজি করেন পরিবারের সদস্যেরা। লাভ হয়নি। শেষে তাঁরা থানায় এফআইআর করেন। শেষ পর্যন্ত ২৬ ফুট লম্বা অজগরের পেট কেটে উদ্ধার হয় সেই কৃষকের দেহ। ইন্দোনেশিয়ার দক্ষিণ বুটন জেলার ঘটনা। স্থানীয় বিপর্যয় মোকাবিলা দফতরের প্রধান লাওডে রিসাওয়াল জানিয়েছেন, গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন ৬৩ বছরের ওই কৃষক। রবিবার তাঁকে অজগরের পেট কেটে উদ্ধার করেন স্থানীয়েরা।

Advertisement

স্থানীয় বিপর্যয় মোকাবিলা দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে কৃষক বাড়ি না ফেরায় খোঁজ শুরু করেন স্থানীয়েরা। সে সময় মাজাপাহিত গ্রামের কাছে চাষের ক্ষেতে একটি অজগরকে পড়ে থাকতে দেখেন তাঁরা। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেলেও সেটি নড়াচড়া করেনি। সেই দেখে সন্দেহ হয় স্থানীয়দের। তাঁদের মনে হয়, বড় কিছু খেয়েছে সেটি। তার পরেই তার পেট কেটে ফেলেন স্থানীয়েরা। তখন অজগরের পেট থেকে উদ্ধার হয় কৃষকের দেহ।

আধিকারিক রিসাওয়াল জানিয়েছেন, ইন্দোনেশিয়ার এই এলাকায় বর্ষাকালে প্রায়ই অজগর দেখা যায়। সেগুলির মধ্যে কয়েকটির দৈর্ঘ্য ২০ ফুটের বেশি। তবে ওই অজগরগুলি সাধারণত এত দিন গবাদি পশু ধরে খেত। কিন্তু এই প্রথম মানুষ ধরে গিলল সেটি। ২০১৭ সালে ইন্দোনেশিয়ায় সুলাওয়াসির একটি গ্রামে ২৫ বছরের এক কৃষককে গিলে ফেলেছিল ২৩ ফুটের অজগর। সেই অজগরের পেট কাটতেই মিলেছিল কৃষকের দেহ।

Advertisement
আরও পড়ুন