Russia-Ukraine Ceasefire

যুদ্ধবিরতি নিয়ে আবার আলোচনা শুরু করছে রাশিয়া এবং ইউক্রেন! বৃহস্পতিতে তুরস্কের ইস্তানবুলেই

ইউক্রেনের প্রেসিডেন্ট জ়েলেনস্কি জানিয়েছেন, বুধবার থেকে তুরস্কের ইস্তানবুলে মুখোমুখি বৈঠকে শুরু হবে। হবে। তবে রুশ সংবাদ সংস্থা ‘তাস’-এর দাবি, সরকারি বৈঠক শুরু হবে বৃহস্পতিবার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ জুলাই ২০২৫ ১৬:২১
Next round of Russia-Ukraine ceasefire talks scheduled for July 24

(বাঁ দিকে) ভলোদিমির জ়েলেনস্কি এবং ভ্লাদিমির পুতিন (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ডনবাস, খারকিভ, জ়াপোরিজিয়ায় রুশ সেনার প্রবল হামলার মধ্যেই নতুন করে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসছে মস্কো-কিভ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি জানিয়েছেন, বুধবার থেকে তুরস্কের ইস্তানবুলে মুখোমুখি বৈঠকে শুরু হবে। তবে রুশ সংবাদ সংস্থা ‘তাস’-এর দাবি, বুধবার দু’তরফের প্রতিনিধিরা ইস্তানবুলে পৌঁছে গেলেও আলোচনা শুরু হবে বৃহস্পতিবার (২৪ জুলাই) থেকে।

Advertisement

জ়েলেনস্কি মঙ্গলবার জানিয়েছেন, ইস্তানবুলে ইউক্রেনের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন সে দেশের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সচিব রুস্তেম উমেরভ। অন্য দিকে, রুশ প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ সহকারী ভ্লাদিমির মেডিনস্কি। রাশিয়ায় উপ-বিদেশমন্ত্রী মিখাইল গালুজ়িন, সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান ইগর কোস্তুকভ এবং উপ-প্রতিরক্ষামন্ত্রী আলেকজান্ডার ফোমিনও থাকবেন প্রতিনিধিদলে।

গত ১৪ জুলাই ইউক্রেনের সঙ্গে শান্তি-সমঝোতায় আসার জন্য রাশিয়াকে ৫০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে যুদ্ধ না-থামলে রাশিয়া এবং তার বাণিজ্যিক বন্ধুদের উপর ১০০ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারিও দেন তিনি। এই আবহে নতুন করে আলোচনায় বসতে চলেছে দু’পক্ষ। গত গত ১৭ মে ইস্তানবুলেই বৈঠকে বসেছিল রাশিয়া এবং ইউক্রেন। সেখানে যুদ্ধবিরতি নিয়ে ঐকমত্য হয়নি দু’পক্ষের মধ্যে, তবে যুদ্ধবন্দি এবং নিহত সেনাদের দেহ বিনিময়ের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল দুই দেশ।

Advertisement
আরও পড়ুন