Bangladesh Pakistan Ties

ঢাকায় গিয়ে ইউনূসের সঙ্গে ‘সৌজন্য সাক্ষাৎ’ পাক সেনাকর্তার! কী কথা হল?

ঢাকা এবং ইসলামাবাদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, ব্যবসা, প্রতিরক্ষা-সহ বিভিন্ন বিষয়ে পাকিস্তানি সেনাকর্তার সঙ্গে আলোচনা করেন ইউনূস। বাংলাদেশ এটিকে ‘সৌজন্য সাক্ষাৎ’ বলে ব্যাখ্যা করলেও সাম্প্রতিক কূটনৈতিক পরিস্থিতিতে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ ০০:১৭
পাকিস্তানি সেনাকর্তা জেনারেল সাহির শামশাদ মির্জ়ার সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

পাকিস্তানি সেনাকর্তা জেনারেল সাহির শামশাদ মির্জ়ার সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ছবি: বাংলাদেশের প্রধান উপদেষ্টার সমাজমাধ্যম পাতা থেকে।

ভারতের সঙ্গে কূটনৈতিক টানাপড়েনের মাঝেই পাকিস্তানের সঙ্গে ‘বন্ধুত্ব’ আরও জোরদার করতে উদ্যোগী হয়েছে বাংলাদেশ। শীঘ্রই ঢাকা এবং করাচির মধ্যে বিমান যোগাযোগ শুরু হয়ে যাবে। বাংলাদেশে গিয়ে সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে এমনটাই আশ্বাস দিলেন পাকিস্তানি সেনার ‘জয়েন্ট চিফ্‌স অফ স্টাফ কমিটি’র চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জ়া।

Advertisement

দ্বিপাক্ষিক সম্পর্ককে মসৃণ করতে বাংলাদেশে গিয়েছেন পাক সেনাকর্তা মির্জ়া। শনিবার রাতে ইউনূসের সঙ্গে বৈঠক করেন তিনি। ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক হয় দু’জনের। রবিবার সেই বৈঠকের তথ্য প্রকাশ্যে আনে ইউনূস প্রশাসন।

ইউনূসের অন্তর্বর্তী সরকার এটিকে ‘সৌজন্য সাক্ষাৎ’ বলে ব্যাখ্যা করলেও সাম্প্রতিক কূটনৈতিক পরিস্থিতিতে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ঢাকা এবং ইসলামাবাদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, ব্যবসা, প্রতিরক্ষা-সহ বিভিন্ন বিষয়ে পাকিস্তানি সেনাকর্তার সঙ্গে আলোচনা করেন ইউনূস। বাংলাদেশি সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ অনুসারে, পাকিস্তানের তরফেও দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বার্তা দিয়েছেন জেনারেল মির্জ়া। আগামী দিনে ঢাকা এবং করাচির মধ্যে বিমান যোগাযোগ চালু করার বিষয়েও আশ্বাস দেন তিনি।

শনিবার রাতের ওই বৈঠকের নির্যাস রবিবার সমাজমাধ্যমে পোস্ট করেছেন ইউনূস। সেখানে ইউনূস লেখেন, মির্জ়া তাঁকে জানিয়েছেন, করাচি এবং চট্টগ্রামের মধ্যে জাহাজ যোগাযোগ ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে ঢাকা এবং করাচির বিমান যোগাযোগও চালু হয়ে যাবে বলে আশাবাসী মির্জ়া।

Advertisement
আরও পড়ুন