Asim Iftikhar Ahmad

‘ভারতের অতি সক্রিয়তার কারণেই সঙ্কট’, সংঘাত নিয়ন্ত্রণে রাষ্ট্রপুঞ্জে সক্রিয় আন্তর্জাতিক হস্তক্ষেপ চাইলেন পাকিস্তানের প্রতিনিধি

পহেলগাঁও হামলার পরেই রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানকে ‘অপরাধীদের স্বর্গরাজ্য’ (রোগ স্টেট) বলে সমালোচনায় বিঁধেছিলেন ভারতীয় দূত যোজনা পটেল। পাক প্রতিনিধি আসিম তার জবাব দিলেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ মে ২০২৫ ১০:০৫
আসিম ইফতিখার আহমেদ।

আসিম ইফতিখার আহমেদ। ছবি: এক্স হ্য়ান্ডল থেকে নেওয়া।

নয়াদিল্লি-ইসলামাবাদ সংঘাত নিয়ন্ত্রণে এ বার সক্রিয় আন্তর্জাতিক হস্তক্ষেপের আবেদন জানাল পাকিস্তান। রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার আহমেদ শুক্রবার এই দাবি তুলে বলেছেন, ‘‘নয়াদিল্লির অতি সক্রিয়তার ফলেই সঙ্কট তৈরি হয়েছে।’’

Advertisement

পহেলগাঁও সন্ত্রাসের পরে তৈরি হওয়া অশান্তির আবহ দূর করতে এখনও পর্যন্ত তেমন আন্তর্জাতিক সক্রিয়তা দেখা যায়নি বলে জানিয়েছেন আসিম। তাঁর স্বীকারোক্তি, ‘‘আমরা এ বিষয়ে সমর্থন পেতে ব্যর্থ হয়েছি।’’ এ প্রসঙ্গে সিন্ধু জলবণ্টন চুক্তির প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘‘ভারত যে ভাবে সিন্ধুর জল আটকে রেখেছে, তা আদতে যুদ্ধের পদক্ষেপ।’’ সেই সঙ্গে আসিমের মন্তব্য, ‘‘আমি নিজে দু’বার রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেসের সঙ্গে দেখা করেছি। ওই অঞ্চল সফরের জন্য তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে।’’

পহেলগাঁও হামলার পরেই রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানকে ‘অপরাধীদের স্বর্গরাজ্য’ (রোগ স্টেট) বলে সমালোচনায় বিঁধেছিলেন ভারতীয় দূত যোজনা পটেল। তিনি জানান, ২০০৮ সালে ২৬/১১ মুম্বই হামলার পরে পহেলগাঁওয়ের জঙ্গি হানাতেই সবচেয়ে বেশি নিরস্ত্র মানুষের মৃত্যু হয়েছে। পহেলগাঁও কাণ্ডের পরে বিশ্বের বিভিন্ন দেশ যে ভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরব হয়েছে এবং ভারতের প্রতি সংহতির বার্তা দিয়েছে, সে কথাও উল্লেখ করেছিলেন তিনি। পাক প্রতিনিধি আসিম সেই অভিযোগ উড়িয়ে বলেছেন, ‘‘আমরা আন্তর্জাতিক তদন্তের মুখোমুখি হতে রাজি।’’

Advertisement
আরও পড়ুন