Hot Air Balloon Accident

মাঝ-আকাশে আগুন ধরে গেল হট এয়ার বেলুনে! অগ্নিদগ্ধ হয়ে নিহত আট, ব্রাজ়িলের দুর্ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে

স্থানীয় সময় অনুযায়ী শনিবার ভোরে ২২ জন যাত্রীকে নিয়ে বেলুনটি উড়েছিল। কিন্তু মাঝ-আকাশে আচমকা তাতে আগুন লেগে যায়। উড়ন্ত অবস্থাতেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় আট জনের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ জুন ২০২৫ ২১:৫৯

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

মাঝ-আকাশে আগুন লেগে গেল হট এয়ার বেলুনে! ব্রাজ়িলের ওই দুর্ঘটনায় আট জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম আরও ১৩ জন।

Advertisement

সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, শনিবার দক্ষিণ ব্রাজ়িলের সান্টা ক্যাটারিনায় দুর্ঘটনাটি ঘটেছে৷ স্থানীয় সময় অনুযায়ী শনিবার ভোরে ২২ জন যাত্রীকে নিয়ে বেলুনটি উড়েছিল। কিন্তু মাঝ-আকাশে আচমকা তাতে আগুন লেগে যায়। উড়ন্ত অবস্থাতেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় আট জনের। শেষমেশ প্রাইয়া গ্রান্দে শহরে হট এয়ার বেলুনটি আছড়ে পড়ে। তখনও বেলুনে থাকা অনেকে বেঁচে ছিলেন। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। সান্টা ক্যাটারিনার দমকল বাহিনী জানিয়েছে, দু’জনের অবস্থা আশঙ্কাজনক৷

ইতিমধ্যে ঘটনার একটি ভিডিয়োও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। ভিডিয়োয় দেখা গিয়েছে, উড়তে উড়তেই হট এয়ার বেলুনটিতে আচমকা আগুন লেগে যায়৷ ঘন কালো ধোঁয়া বেরোতে থাকে। শেষমেশ গোত্তা খেয়ে নামতে নামতে মাটিতে আছড়ে পড়ে বেলুনটি৷ স্থানীয় গভর্নর জর্গিনহো মেল্লোর কথায়, ‘‘শনিবার সকাল ৭টা নাগাদ ঘটনাটি ঘটে৷ প্রাইয়া গ্রান্দের উদ্দেশে একসঙ্গে আকাশে উড়েছিল ৩০টি বেলুন। তার মধ্যে একটিতে আগুন ধরে যায়। সময় মতো ঘটনাস্থলে পৌঁছোয় উদ্ধারকারী দল৷ এখনও পর্যন্ত আট জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত ১৩ জন।’’

Advertisement
আরও পড়ুন