Los Angeles Explosion

আমেরিকায় আবার জঙ্গি হানা? লস অ্যাঞ্জেলেসে বিস্ফোরণে নিহত অন্তত তিন, নিশানায় সরকারি প্রশিক্ষণ শিবির

লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফের দফতরের প্রশিক্ষণ কেন্দ্রে একটি ওই বিস্ফোরণ ঘটে। যেখানে বিস্ফোরণ ঘটে, তার পাশেই ছিল বোমা প্রতিরোধী স্কোয়াডের গাড়িটি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৫ ২২:০৫
বিস্ফোরণ স্থল।

বিস্ফোরণ স্থল। ছবি রয়টার্স।

আমেরিকার লস অ্যাঞ্জেলেস শহরে শুক্রবার বিস্ফোরণের ঘটনায় অন্তত তিন জন নিহত হয়েছেন। প্রাদেশিক পুলিশের একটি বোমা প্রতিরোধী স্কোয়াডের গাড়ি হামলার নিশানা ছিলেন বলে ফক্স টিভিতে প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে।

Advertisement

ওই রিপোর্ট জানাচ্ছে, লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফের দফতরের প্রশিক্ষণ কেন্দ্রে একটি ওই মারাত্মক বিস্ফোরণ ঘটে। যেখানে বিস্ফোরণ ঘটে, তার পাশেই ছিল বোমা প্রতিরোধী স্কোয়াডের গাড়িটি। বিস্ফোরণের পরেই পুলিশ এবং ‘বম্ব স্কোয়াড’ বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে উদ্ধার ও চিরুণি তল্লাশির কাজ শুরু করেছে। অনুমান করা হচ্ছে, কোনও গাড়ির ভিতর রাখা ছিল বিস্ফোরক।

ঘটনাচক্রে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে প্রতিবাদ এবং বিক্ষোভকে কেন্দ্র করে গত মাসে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল লস অ্যাঞ্জেলেস। টানা কয়েক দিন ধরে চলেছিল, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হওয়ায় ন্যাশনাল গার্ড (আমেরিকার সেনার একটি বাহিনী যাদের দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা হয়) মোতায়েন করতে হয়েছিল সে সময়। ২০০১ সালের ৯/১১ সন্ত্রাসের পরে আমার আমেরিকা সন্ত্রাসের শিকার হল কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তবে লস অ্যাঞ্জেলেস পুলিশ এখনও এ বিষয়ে কিছু জানায়নি।

Advertisement
আরও পড়ুন