Texas Flood Situation

বিপর্যস্ত টেক্সাস! হড়পা বানে মৃতের সংখ্যা বাড়ল, নিখোঁজ এখনও অনেকে, উদ্বিগ্ন হোয়াইট হাউস

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, সোমবার রাত পর্যন্ত (ভারতীয় সময়) হড়পা বানে মৃত্যু হয়েছে ৯১ জনের। নিখোঁজ এখনও অনেকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৫ ২৩:১৩
Texas floods toll rises to above 90, still missing many, Concerned White House

ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত টেক্সাস। ছবি: রয়টার্স।

হড়পা বানে বিপর্যস্ত আমেরিকার টেক্সাস। লাফিয়ে লাফিয়ে বাড়ছে ওই প্রদেশে দুর্যোগে মৃতের সংখ্যা। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, সোমবার রাত পর্যন্ত (ভারতীয় সময়) হড়পা বানে মৃত্যু হয়েছে ৯১ জনের। নিখোঁজ এখনও অনেকে। তবে এখনও টেক্সাসে আবহাওয়া পরিবর্তনের তেমন সম্ভাবনা নেই। ভারী বৃষ্টি মাথায় নিয়েই চলছে উদ্ধারকাজ। মৃতদের মধ্যে ২৮ জনই শিশু। ইতিমধ্যেই স্থানীয় প্রশাসনের আর্জি মেনে ‘বিপর্যয় পরিস্থিতি’ ঘোষণা করেছে হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শীঘ্রই টেক্সাসে যাবেন বলে জানান ক্যারোলিন।

Advertisement

শুক্রবার থেকেই ভারী বৃষ্টি হচ্ছে আমেরিকার টেক্সাস প্রদেশের বিস্তীর্ণ অংশে। তবে বৃষ্টিতে সবচেয়ে বেশি বিপর্যস্ত টেক্সাসের দক্ষিণ-পশ্চিম অঞ্চল। সেই অঞ্চলের গুয়াদালুপে নদীতে হড়পা বান আসায় জলের তোড়ে ভেসে যান অনেকেই। তার পর থেকেই শুরু হয় উদ্ধারকাজ। জীবিত অবস্থায় কয়েক জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে অনেকের দেহ মিলেছে। কারও দেহ ঝুলছে গাছের ডালে, কারও দেহ আবার পড়ে নদীর চরে। শনিবার জানা গিয়েছিল, ২৪ জনের দেহ উদ্ধার হয়েছে। তবে তার পরে গত দু’দিনে আরও অনেকের দেহ পেয়েছেন উদ্ধারকারী দলের সদস্যেরা।

হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, টেক্সাসের পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শীঘ্রই টেক্সাসে যাবেন বলে জানান ক্যারোলিন। এ ছাড়াও, দুর্যোগপূর্ণ এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করা হয়েছে বলেও জানানো হয় হোয়াইট হাউসের তরফে।

সপ্তাহান্তের ছুটিতে ‘সামার ক্যাম্প’ করতে নদীর ধারে তাঁবুতে থাকছিল একটি স্কুলের ছাত্রীরা। জানা গিয়েছে, ওই ক্যাম্পে যাওয়া সব ছাত্রীরই মৃত্যু হয়েছে। কয়েক দিন ভারী বৃষ্টি হচ্ছিল টেক্সাস প্রদেশের বিস্তীর্ণ অংশে। শুক্রবার টেক্সাসের দক্ষিণ-পশ্চিম দিকে নাগাড়ে ভারী বর্ষণের জেরে মাত্র ৪৫ মিনিটে গুয়াদালুপে নদীর জলস্তর ২৬ ফুট (৮ মিটার) বৃদ্ধি পায়।

Advertisement
আরও পড়ুন