বন্দুকবাজের হামলার পর আহত ব্যক্তিতে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে। ছবি: রয়টার্স।
অস্ট্রেলিয়ায় ফের বন্দুকবাজের হানা। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল তিন জনের। আশঙ্কাজনক অবস্থায় এক জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বৃহস্পতিবার সমগ্র অস্ট্রেলিয়ায় বন্ডাই সমুদ্রসৈকতে সন্ত্রাসবাদী হানায় মৃতদের স্মরণ করা হচ্ছে। আর সেই দিনেই সে দেশের নিউ সাউথ ওয়েলস প্রদেশের লেক কারগেলিলো শহরে বন্দুক নিয়ে হামলা চালানোর ঘটনা ঘটল।
বন্দুকবাজকে ধরতে গোটা এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে অস্ট্রেলিয়ার পুলিশ। শহরের বাসিন্দাদের আপাতত বাড়ির ভিতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘সিডনি মর্নিং পোস্ট’ জানিয়েছে, শহরেই ভিড়ের মধ্যে গা ঢাকা দিয়েছেন ওই বন্দুকবাজ। নিউ সাউথ ওয়েলস প্রদেশের যে জায়গায় গুলি চলার ঘটনাটি ঘটেছে, সেটি সিডনি থেকে ৬০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।
গত ১৪ ডিসেম্বর সন্ধ্যায় অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সৈকতে ইহুদিদের হনুক্কাহ্ উৎসব চলছিল। সে সময় হঠাৎ এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দেন দুই আততায়ী। মৃত্যু হয় ১৫ জনের। ওই ঘটনা থেকে শিক্ষা নিয়ে দেশে বন্দুক আইন আরও কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার সরকার। বন্দুক বিক্রির আগে ক্রেতার পরিচয় খুঁটিয়ে দেখার উপরেও জোর দেওয়া হয়েছে।